স্টাফ রিপোর্টার, জিরানীয়া, ২৬ জানুয়ারি।। ২০০৩ সালের, ২৬-শে জানুয়ারী তারিখে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মান্দাই চৌমুহনী-তে জাতি-উপজাতিদের মধ্যে বিভেদ তৈরী করে ভ্রাতৃঘাতী দাঙ্গা লাগিয়ে ভোটে রাজনৈতিক ফায়দা লাভের জন্য ১১ জন নিরীহ মানুষকে খুন করিয়েছিলো সেই সময়ের কুচক্রীরা।বিধায়ক হিসেবে নির্বাচিত হওয়ার পর সুশান্ত চৌধুরী কথা দিয়েছিলেন সেখানে একটি শহীদ বেদী নির্মাণের।
সেই ১১টি অকালে চলে যাওয়া তরতাজা মানুষ গুলোর স্মৃতিচারণ করে আজ তাদের স্মৃতির উদ্দেশ্যে গত ২৬শে ডিসেম্বর ২০২১ তারিখে সেখানে একটি শহীদবেদী নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রতিশ্রুতি দিয়েছিলেন সুশান্ত চৌধুরী ২৬ শে জানুয়ারী,২০২২ তারিখে মান্দাই এলাকার সেই অভিশপ্ত কালো দিনটিতে সেই মানুষ গুলোর স্মৃতিতে সেই শহীদ বেদীর আনুষ্ঠানিক উন্মোচন করবেন।
প্রতিশ্রুতি অনুযায়ী আজ ২৬-শে জানুয়ারী ২০২২ তারিখে সেই নবনির্মিত শহীদবেদীতে পুষ্পার্ঘ ও শ্রদ্ধাঞ্জলি প্রদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই শহীদ বেদী সেই শহীদদের স্মৃতিতে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করলেন।
“মান্দাই চৌমুহনী”-তে সেই নিরপরাধ মানুষ গুলোর স্মৃতিতে নির্মিত এই শহীদ বেদী জ্বলন্ত সাক্ষী হয়ে থাকবে ২৫ বছরের বামেদের অপশাসনের, বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।