অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। আফ্রিকা কাপ নেশনসের শেষ ষোলোয় ৯ জনের দল হয়ে পড়া কেপ ভার্দের বিপক্ষে ২-০ গোলে জিতেছে সেনেগাল। এই ম্যাচে মাথায় মারাত্মক চোট পেয়েও দলের প্রথম গোলটি করেন সাদিও মানে।
তবে সেনেগালকে লিড এনে দিয়ে বেশিক্ষণ আর মাঠে দাঁড়াতে পারেননি লিভারপুল ফরোয়ার্ড। হাসপাতালে ভর্তি হতে হয়েছে মানেকে।
ম্যাচের ৫৩তম মিনিটে নিজেদের গোলরক্ষকের লম্বা শটে বল নিজের আয়ত্তে নিয়ে মানে পৌঁছে যান প্রতিপক্ষের বিপদ সীমায়। ২৯ বছর বয়সী তারকাকে বাধা দিতে এগিয়ে আসেন কেপ ভার্দের গোলরক্ষক ভজিনহা।
কিন্তু ডি-বক্সের বাইরে চলে আসায় হাতের বদলে বলটি তিনি হেডে বিপদমুক্ত করতে লাফিয়ে উঠেন। বিপরীতদিকে গোলের জন্য হেড দিতে লাফ দেন মানেও। মাথা ঠুকাঠুকিতে দুজনে ছিটকে যান দু’দিকে।
পরে মাঠে প্রাথমিক চিকিৎসা নেন দুজনে। কিন্তু মারাত্মকভাবে বাধা দেওয়ায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্য নিয়ে ৫৭তম মিনিটে ভজিনহাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তার আগে ২১তম মিনিটে লাল কার্ড দেখেন কেপ ভার্দের মিডফিল্ডার প্যাট্রিক আন্দ্রাদে।
৯ জনের দলের বিপক্ষে ৬৩তম মিনিটে এগিয়ে যায় সেনেগাল।
ডি-বক্সের ভেতর থেকে চমৎকার এক শটে জাল খুঁজে নেন মানে। কিন্তু এর ৭ মিনিট পর মাঠ ছাড়তে হয় তাকে। আগের পাওয়া চোটের কারণে মাঠ ছেড়ে হাসপাতালে ভর্তি হতে হয় সেনেগালিজ ফরোয়ার্ডকে।
পরে হাসপাতালে মানেকে দেখতে যান ভজিনহা। দুজনে ছবিও তোলেন। সেনেগালের হয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি করেন ডিয়েং।