অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। ধারে সেভিয়ায় যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার অ্যান্থনি মার্শাল। চলতি মৌসুমের শেষ পর্যন্ত স্প্যানিশ দলটিতে থাকবেন ফরাসি তারকা।
এই ধারের চুক্তিতে স্থায়ীভাবে সেভিয়াতে থেকে যাওয়ার ও ফি’র কোনো চুক্তি করেননি মার্শাল। পারিশ্রমিক কাটতে রাজি হওয়ার পর মার্শালের বেতন ধার্য করেছে আন্দালুসিয়ার ক্লাবটি।
ওল্ড ট্রাফোর্ড এখন আক্রমণভাগের তারকায় ঠাঁসা। মার্কাস রাশফোর্ড ও এডিনসন কাভানির মতো ফরোয়ার্ড তো আগে থেকে আছেন, তার মধ্যে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। সঙ্গে যোগ দিয়েছেন সানচো। যুব দল থেকে উঠে এসেছেন অ্যান্থনি এলেঙ্গা।
স্বাভাবিকভাবে এই মৌসুমে ইউনাইটেডে আক্রমণভাগে জায়গা পেতে লড়াই করতে হয়েছে মার্শালকে। তার জন্য গত ডিসেম্বরে তিনি কর্তৃপক্ষকে জানান, ক্লাব ছাড়ার কথা।
গত মঙ্গলবার বিকেলে সেভিয়ায় পৌঁছান মার্শাল। এরপর মেডিকেল পরীক্ষা হয় তার। জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন তিনি।
সেভিয়া তাকে দলে নিয়েছে জুভেন্টাসের সঙ্গে যুদ্ধ করে। তুরিনের বুড়িরাও চেয়েছিল মার্শালকে।
২০১৫ সালে ইউনাইটেডের সাবেক কোচ লুই ফন গালের অধীনে মোনাকো ছেড়ে ওল্ড ট্রাফোর্ডে আসেন ২৬ বয়সী এই তারকা। রেড ডেভিলদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬৯ ম্যাচে ৭৯ গোল করেছেন তিনি।
মার্শালের সঙ্গে ইউনাইটেডের চুক্তি আছে ২০২৪ সাল পর্যন্ত। ২০১৯ সালের জানুয়ারিতে রেড ডেভিলদের সঙ্গে চুক্তি নবায়ন করেন তিনি।
এদিকে চলতি লা লিগার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে সেভিয়া। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের ব্যবধান ৪ পয়েন্ট।