অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। বুধবার যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পালিত হচ্ছে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস। এই দিনেই ভারতের সংবিধান কার্যকর হয়েছিল। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এদিন দিল্লিতে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যরা। কোভিডবিধি মেনে কম সংখ্যক দর্শকের উপস্থিতিতে সমস্ত অনুষ্ঠান হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে প্যারেড শুরু হয়। এরপর একে একে বিভিন্ন মন্ত্রক ও রাজ্যের ট্যাবলো প্রদর্শিত হয়। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ছবি তুলে ধরলেন শিল্পীরা।
প্রজাতন্ত্র দিবসে শত্রুর বুকে কাঁপুনি ধরিয়ে দিল্লির আকাশে শক্তি প্রদর্শন করে রাফায়েল, মিগ ২৯, সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার যুদ্ধবিমান। আর দিল্লির রাজপথে ক্ষমতা প্রদর্শন করে সেঞ্চুরিয়ন ট্যাংক, পিটি-৭৬, এমবিটি অর্জুন এমকে-ওয়ান এবং এপিসি টোপাজ।
প্রদর্শিত হয় ১২ রাজ্যের ট্যাবলো। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসুকে সম্মান জানানো হয়। নগরোন্নয়ন মন্ত্রকের তরফে তৈরি করা হয়েছিল বিশেষ ট্যাবলো। সেখানে নেতাজির আবক্ষ মূর্তির পাশাপাশি স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদানের কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের একেবারে শেষে দিল্লির আকাশে ‘ফ্লাইপাস্ট’-এ অংশ নেয় ভারতের ৭৫টি যুদ্ধবিমান। মেঘের চাদর সরিয়ে শক্তি প্রদর্শন করে রাফায়েল, জাগুয়ার, মিগ-২৯, সুখোই ৩০ এমকেআই।