স্টাফ রিপোর্টার, বিশ্রামগঞ্জ, ২৬ জানুয়ারি।। রাজ্যের সমস্ত অংশের মানুষের সার্বিক বিকাশে ও একটি শক্তিশালী রাজ্য গড়ে তুলতে রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে। জাতি-ধর্ম- নির্বিশেষে সকল অংশের নাগরিককে উন্নয়নে অংশীদার করে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি রূপায়িত হচ্ছে। আজ সিপাপীজলা জেলার জেলা সদর বিশ্রামগঞ্জে ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করে একথা বলেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
জাতীয় পতাকা উত্তোলন করে তিনি বলেন, রাজ্যের মানুষের আর্থসামাজিক জীবনমানের উন্নয়নের পাশাপাশি ভাষা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশেও সরকার আন্তরিক উদ্যোগ নিয়েছে। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা স্বাধীনতা সংগ্রামের বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, আত্মনির্ভর গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে সামিল হয়েছে আমাদের ত্রিপুরাও।
সিপাহীজলা জেলাভিত্তিক ৭৩তম প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশ্রামগঞ্জের মিনি স্টেডিয়ামে। এখানে জাতীয় পতাকা উত্তোলন করে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা টিএসআর বাহিনীর অভিবাদন গ্রহণ করেন। কুচকাওয়াজে অংশ নেয় আরক্ষা প্রশাসন ও টিএসআর বাহিনীর দুটি প্ল্যাটুন।
অনুষ্ঠানে জেলায় বিভিন্ন সরকারি প্রকল্প রূপায়ণ ও প্রশাসনিক কাজকর্মে বিশেষ অবদানের জন্য তকসাপাড়া, নেহালচন্দ্র নগর, উত্তর মহেশপুর গ্রাম পঞ্চায়েত, উত্তর তৈবান্দাল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সহ স্বাস্থ্যকর্মী ও সরকারি কর্মীদের পুরস্কৃত করা হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা।
জেলাভিত্তিক প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক ও সমাহর্তা বিশ্বশ্রী বি, পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ ও বিভিন্ন সরকারি দপ্তরের পদস্থ আধিকারিকগণ। অনুষ্ঠানে দেশাত্মবোধক সংগীত পরিবেশিত হয়।s
[lick_logo_carousel id=”47536″]