স্টাফ রিপোর্টার, তেলিয়ামুড়া, ২৬ জানুয়ারি।। কিছুদিন পূর্বে এস.পি.ও পদে নিয়োগে উত্তীর্ণ হয়ে এস.পি.ও-তে প্রশিক্ষণ নিচ্ছিল তেলিয়ামুড়া থানাধীন ইচারবিল এলাকার গোপাল দেবনাথের ৩৪ বছর বয়সি ছেলে বিপ্লব দেবনাথ। বর্তমানে তেলিয়ামুড়া থানায় তার প্রশিক্ষণ চলছিল।
কিন্তু রবিবার দিন সন্ধ্যা নাগাদ বিপ্লব তাঁর ইচরবিল স্থিত নিজ বাড়ি থেকে করইলং এলাকায় হরিনাম সংকীর্তনে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। তারপর চারিদিকে খোঁজাখুঁজি শুরু হয় পরিবারের পক্ষ থেকে। অনেক খোঁজাখুঁজি ও দীর্ঘ অপেক্ষার পর পরিবারের লোকজন তেলিয়ামুড়া থানা দ্বারস্থ হয় এবং বিপ্লবের নিখোঁজের একটি মিসিং ডায়েরি করে তেলিয়ামুড়া থানায়।
এর পরই পুলিশ, পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা বিপ্লবের খোঁজ শুরু করে। কিন্তু বিপ্লবের কোন খোঁজ পাওয়া যায়নি।শেষে প্রজাতন্ত্র দিবসের সকালে অর্থাৎ বুধবার বিপ্লবের বাড়ি থেকে ৩০০ মিটার দূরে বাঁশ ঝাড়ের তলায় গলায় দড়ি বাঁধা অবস্থায় বিপ্লবের মৃতদেহ উদ্ধার হতেই এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর যায় তেলিয়ামুড়া থানায়, ছুটে আসে পুলিশ।
পরবর্তীতে ডগ স্কোয়াড এবং ডি.সি.এম ঘটনাস্থলে ছুটে আসেন।খবর পেয়ে বিপ্লবের পরিবার-পরিজনদের সান্তনা দিতে ছুটে আসেন তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী রায়।তবে পরিবার পরিজনদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিপ্লব কে কোন এক জায়গায় খুন করে তার মৃতদেহ এই স্থানে এনে ফেলে রাখা হয়েছে।
তবে প্রকৃতপক্ষেই এটি খুন? নাকি আত্মহত্যা ? নাকি এর পেছনে রয়েছে অন্য কোন রহস্য সমস্ত কিছুই বেরিয়ে আসবে পুলিশি তদন্তের মধ্য দিয়ে। তবে বিপ্লব এলাকায় নম্র,ভদ্র এবং শান্ত স্বভাবের ছেলে বলেই পরিচিত ছিল। তার এই মৃত্যুতে গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এখন দেখার বিষয় সদ্য এস.পি.ও-তে যোগ দেওয়া বিপ্লবের মুত্যু কূলকিনারা কবে নাগাদ করতে সক্ষম হয় তেলিয়ামুড়া থানার পুলিশ। সেদিকেই তাকিয়ে এখন পরিবার-পরিজন সহ শুভবুদ্ধি সম্পন্ন সচেতন মহল।