অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। চোটের কারণে অ্যাশেজে মাত্র একটি টেস্ট খেলতে পেরেছিলেন জশ হ্যাজলউড। তবে শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার পাঁচ টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।
গ্যাবায় ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের প্রথম টেস্টে চোট পান হ্যাজলউড। যার কারণে পরের চার টেস্ট খেলতে পারেননি। অবশ্য এই পেসারের বিকল্প হিসেবে আর কাউকে দলেও নেয়নি অস্ট্রেলিয়া।
হ্যাজলউড ছাড়াও ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া লঙ্কানদের বিপক্ষে সিরিজের জন্য বেন ম্যাকডারমটকে দলে রেখেছে অজিরা। ২০২১-২২ বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফর্ম করে দলে জায়গা করে নিয়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
লিগে ১৫৩.৮৬ স্ট্রাইক রেটে ৫৭৭ রান করেছেন ম্যাকডারমট। যেখানে রয়েছে ‘ব্যাক টু ব্যাক’ সেঞ্চুরিও। বিগ ব্যাশে পরপর দুই সেঞ্চুরি করা একমাত্র ক্রিকেটার তিনি। অস্ট্রেলিয়ার ১৭ টি-টোয়েন্টির পাশাপাশি দুটি ওয়ানডে খেলেছেন ম্যাকডারমট। দেশের হয়ে গত বছর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন তিনি। এই দুই সফরে ছিলেন মইজেজ হেনরিকসও।
তিনিও এবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে দলে ফিরেছেন। অস্ট্রেলিয়ার হয়ে ৪ টেস্ট, ১৬ ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। দলে জায়গা পেয়েছেন অ্যাশেজের সিরিজ সেরা হওয়া ট্রাভিস হেড। ফিরেছেন পেসার ঝাই রিচার্ডসনও।
তবে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার নেই লঙ্কানদের বিপক্ষে সিরিজে। পাকিস্তান সফরের প্রস্তুতি নিতে এই সিরিজে খেলছেন না তারা। অন্যদিকে, শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না কোচ জাস্টিন ল্যাঙ্গার। এই সময় অজিদের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়া পাঁচ টি-টোয়েন্টি খেলবে সিডনি, ক্যানবেরা ও মেলবোর্নে।
অস্ট্রেলিয়া স্কোয়াড: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, মইজেজ হেনরিকস, জশ ইংলিশ, বেন ম্যাকডরমট, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।