অনলাইন ডেস্ক, ২৬ জানুয়ারী।। পাকিস্তান সফর নিয়ে উদ্বিগ্নতা বাড়ছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে। সম্প্রতি লাহোরে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন অন্তত ৩৩ জন।
যার ফলে নতুন করে ফের শঙ্কার মুখে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট। বেশ কয়েকজন অজি ক্রিকেটার পাকিস্তান সফর নিয়ে স্নায়বিক চাপে ভুগছেন।
অস্ট্রেলিয়ার গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানে সন্ত্রাসী হামলায় চিন্তা ও উদ্বিগ্নতা বাড়ছে ক্রিকেটারদের মধ্যে।
এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, খেলোয়াড়দের নিরাপত্তা ও সুস্থতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে।
২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অজিরা। এই সফরকে সার্থক করতে ক্রিকেট অস্ট্রেলিয়া ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) খুব ঘনিষ্ঠভাবে পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। সরকারের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে জানায় সিএ।
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নতা থাকলেও পাকিস্তান সফরে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির ক্রিকেট বোর্ড আরও জানায়, ‘সফরের ব্যাপক নিরাপত্তা, জৈব-নিরাপত্তা ও প্রয়োগ সংক্রান্ত ব্যবস্থাপনা নিয়ে আমরা আমাদের খেলোয়াড় এবং সহায়তা কর্মীদের সঙ্গে নিয়মিত ও খোলামেলা আলোচনা চালিয়ে যাচ্ছি। ’
অজিরা সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল ১৯৯৮ সালে, মার্ক টেলরের নেতৃত্বে। এবারের সফরে তিন টেস্ট ও দুই ওয়ানডে সিরিজ খেলবে অজিরা। ৩ মার্চ, করাচিতে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সিরিজের প্রথম ওয়ানডে হবে ২৯ মার্চ।
গত বছর, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিরাপত্তা উদ্বিগ্নতায় পাকিস্তান সফর বাতিল করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। যার ফলে ঘরের মাটিতে ফের আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো শঙ্কায় পড়ে যায় পিসিবির। উল্লেখ্য, ২০০৯ সালে সফরকারী শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসী হামলার পর এক দশক আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ ছিল পাকিস্তানে।