স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৬ জানুয়ারি।।কিডনির বিভিন্ন সমস্যায় অসুস্থ রোগীদের যেন উন্নত চিকিৎসার জন্য আর বহির্রাজ্যে যেতে না হয় তারজন্য রাজ্যেই বিশেষজ্ঞ চিকিৎসক সহ অত্যাধুনিক পরিকাঠামো সম্পন্ন নেফ্রলজি বিভাগ স্থাপনের পরিকল্পনা নিয়েছে সরকার। আজ বাধারঘাট মণ্ডলের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
অনুষ্ঠানের শুরুতেই পন্ডিত দীনদয়াল উপাধ্যায়, ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি ও ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ। ডুকলি কমিউনিটি হলে এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মানুষের স্বাস্থ্য সুরক্ষা সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র।
রাজ্যে প্রথম সফল ওপেন হার্ট সার্জারি এর অন্যতম নজির। তার পাশাপাশি এই ধরনের অস্ত্রোপচারে অনেক ব্যয় হলেও ঐ মহিলার আয়ুষ্মান ভারত কার্ড থাকার সুবাদে তা সম্পূর্ণ বিনামুল্যে সম্পন্ন হয়েছে। ওপেন হার্ট সার্জারির পাশাপাশি হৃদরোগ সংক্রান্ত বেশ কয়েকটি অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়াও মিলছে এই সংক্রান্ত অন্যান্য পরিষেবা।
অটল বিহারী বাজপেয়ী আঞ্চলিক ক্যান্সার হাসপাতাল পূর্বাঞ্চলের অন্যতম উন্নত পরিষেবা সম্পন্ন হাসপাতাল হিসেবে গড়ে উঠেছে। সরকারের সময় উপযোগী সঠিক ব্যবস্থাপনার ফলে লাগাম টানা সম্ভব হয়েছে কোভিড সংক্রমণে। স্বাস্থ্য সংক্রান্ত অত্যাধুনিক পরিকাঠামো উন্নয়ন ও পরিষেবার প্রদানের দ্বারা শীঘ্রই রাজ্যের বাইরে রেফারের সংখ্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে গুরুত্ব সহকারে কাজ চলছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিমি মজুমদার বলেন, রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মযজ্ঞ রাজ্যব্যাপী প্রতিফলিত হচ্ছে। উন্নয়নের নিরিখে প্রায় প্রতিটি ক্ষেত্রেই সফলতা এসেছে। নাগরিক অধিকার সুনিশ্চিতকরণে সহায়তা প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে ও বিভিন্ন সরকার।
এরপর মুখ্যমন্ত্রী, ডুকলি পঞ্চায়েত সমিতির উদ্যোগে জৈব পদ্ধতিতে চাষ করা কৃষি জমি পরিদর্শন করেন। এদিনের রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিসিএ-র সভাপতি ডা. মানিক সাহা, পূর্বোদয়া সামাজিক সংস্থার সম্পাদিকা নিতি দেব প্রমুখ।