অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি|| রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমা রবিবার যখন এলচের বিপক্ষে খেলছিলেন, ঠিক তখনই তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। স্প্যানিশ পুলিশ ফরাসি তারকার বাড়িতে ডাকাতির বিষয়টি তদন্ত করছে।
বার্নাব্যুতে এলচের বিপক্ষে ম্যাচটাও বেনজেমার জন্য ভালো যায়নি। প্রথমার্ধে পেনাল্টি মিস করেন।
পরে হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছেড়ে যান। ০-২ গোলে পিছিয়ে পড়েও ম্যাচটা শেষ পর্যন্ত ২-২ ড্র করে রিয়াল।
বেনজেমার বাড়িতে এবারই প্রথম ডাকাতির ঘটনা ঘটল তা নয়। ২০১৯ সালের ফেব্রুয়ারিতেও ফরাসি তারকার বাড়িতে ডাকাতি হয়। সেদিন রিয়ালের হয়ে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে ব্যস্ত ছিলেন তিনি।
সাম্প্রতিক বছরগুলোতে মাদ্রিদে বেশ কিছু ফুটবলারের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। খেলোয়াড়রা যখন তাদের ক্লাবের হয়ে ব্যস্ত থাকে, সেই সময়ই এই ঘটনাগুলো ঘটে চলেছে।
রিয়ালের কাসেমিরো, ইসকো এবং লুকাস ভাসকেজের সঙ্গেও একই ঘটনা ঘটেছে।
২০১৯ সালের সেপ্টেম্বরে কাসেমিরোর বাড়ি ভাঙচুর হয়।
সে সময় তার মেয়ে ও স্ত্রী বাড়িতে ছিলেন। এর দুদিন পর আতলেতিকো মাদ্রিদের মিডফিল্ডার থমাস পার্টির বাড়িতেও একই ঘটনা ঘটে।