স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ জানুয়ারি।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল সারা রাজ্যে দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবস পালন করা হবে। এ উপলক্ষে আগরতলায় মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসাম রাইফেলস ময়দানে।
সকাল ৯টায় আসাম রাইফেলস ময়দানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন রাজাপাল সত্যদেও নারাইন আর্য। তিনি কুচকাওয়াজের অভিভাদন গ্রহণ করবেন এবং পুরস্কার ও পদক প্রদান করবেন।
করোনা আচরণবিধি মেনে অনুষ্ঠানে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আগামীকাল প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানের সূচনা হবে সকালে সমস্ত সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।
সকাল সাড়ে ৬ টায় গান্ধীঘাটে গান্ধীবেদিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। সকাল ৭ টায় লিচুবাগানস্থিত এলবাট এজাপার্কে শহীদ বেদিতে মালাদান করে শ্রদ্ধাজ্ঞাপন করবেন শিক্ষামন্ত্রী। সকাল সাড়ে ৭ টায় মহাকরণে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন।
সকাল সাড়ে ১০ টায় আগরতলার বিভিন্ন হাসপাতালের রোগী, অনাথ আশ্রম ও দুঃস্থ আবাসিকদের এবং কেন্দ্রীয় সংশোধনাগারে আবাসিকদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হবে।