অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি|| বিশেষ এক উপহার পেয়েছেন সুপারস্টার ফুটবলার লিওনেল মেসি। নিজের স্বাক্ষর করা একটি জার্সি মেসিকে উপহার হিসেবে পাঠিয়েছেন পোপ ফ্রান্সিস। ভ্যাটিকানের স্পোর্টস অ্যাসোসিয়েশন সোমবার এ খবর জানায়।
প্যারিস সেইন্ট-জারমেইনের সম্মুখভাগের খেলোয়াড় মেসি এর আগে পোপকে এক সেট জার্সি উপহার দেন।
নিজের স্বাক্ষর করা সেই জার্সি ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্সের মাধ্যমে গত অক্টোবরে ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতার কাছে পাঠান।
মেসির হাতে জার্সিটি তুলে দেন ফ্রান্সের বিশপ ইমানুয়েল গোবিলিয়ার্ড। সেটি ছিল পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকানের একাধিক খেলায় পারদর্শী অ্যাথলেটিকা ভ্যাটিকানা দলের হলুদ রঙের জার্সি।
অ্যাথলেটিকা ভ্যাটিকানা ফেসবুকে জানায়, রোমান ক্যাথলিক চার্চের প্রধান ৮৫ বছর বয়সী পোপের হাতে লেখা স্বাক্ষরটি সাতবার ব্যালন ডি অর জয়ী মেসির জন্য ‘আশীর্বাদস্বরূপ’।
বিশপ গোবিলিয়ার্ড টুইটারে সোমবার লেখেন, ঈশ্বরে বিশ্বাসী মেসি আমাকে বলেন যে, এমন একটি উপহার তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আমরা একসঙ্গে প্রার্থনাও করি।
২০২৪ সালে প্যারিসে অলিম্পিক গেমসে পোপের প্রতিনিধিত্ব করবেন গোবিলিয়ার্ড।
পোপ ফ্রান্সিস আর্জেন্টিনার বুয়েনোস আইরেস ফুটবল দল সান লরেনজোর বিশাল ভক্ত। ২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়ার কিছুদিন পরই তার সঙ্গে মেসির প্রথমবার দেখা হয়।
গত বছর রাস্তায় ফুটবল খেলার ছোটবেলার স্মৃতি বর্ণনা করেন পোপ। জানান, কোনোমতে বানানো বল দিয়ে সেই খেলা তাকে ও বন্ধুদের আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট ছিল।
Aujourd’hui, j’ai remis à Lionel Messi le premier maillot officiel du Vatican signé par le pape François, avec sa bénédiction. Homme de foi, #Messi m’a confié combien cette démarche était importante pour lui. Nous avons prié ensemble@LeoMessiFanClub@PSG_inside pic.twitter.com/tADdxnBtwA
— Mgr E.Gobilliard (@EGobilliard) January 23, 2022