অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি|| আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় সেনা অভ্যুত্থানে প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোরে পদচ্যুত হয়েছেন।
একই সঙ্গে সংবিধান স্থগিত করে সরকার ও জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে দেশের সীমান্ত।
সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে লেফটেন্যান্ট কর্নেল পল-হেনরি সানদাওগো দামিবা স্বাক্ষরিত এক ঘোষণায় এসব কথা জানানো হয়েছে।
দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে এতে বলা হয়, কাবোরে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে এবং ইসলামপন্থিদের বিদ্রোহসহ দেশ যেসব চ্যালেঞ্জের মুখে পড়েছে সেগুলোতে কার্যকরভাবে সাড়া দিতে ব্যর্থ হয়েছেন।
এছাড়া ঘোষণায় দাবি করা হয়, কোনো সহিংসতা ছাড়াই সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করেছে এবং যাদের আটক করা হয়েছে তাদের নিরাপদ একটি স্থানে রাখা হয়েছে।
এর আগে সোমবার রয়টার্স জানিয়েছিল, প্রেসিডেন্ট কাবোরে একটি সেনা ক্যাম্পে বিদ্রোহী সৈন্যদের হাতে আটক হয়েছেন।
রোববার রাতে রাজধানী ওয়াগাদুগুতে প্রেসিডেন্ট প্রাসাদের চারপাশে তুমুল গোলাগুলির খবর আসে। তারপর প্রেসিডেন্টকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া যায়। ওই সময় একটি সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়লেও সরকার তা অস্বীকার করেছিল।
ক্ষুব্ধ প্রতিবাদকারীরা রবিবার রাস্তায় বের হয়ে এসে বিদ্রোহীদের প্রতি সমর্থন জানায় ও প্রেসিডেন্ট কাবোরের রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়ে তছনছ করে।
এ নিয়ে গত ১৮ মাসের মধ্যে পশ্চিম আফ্রিকার তৃতীয় আরেকটি দেশে সেনা অভ্যুত্থানে সরকারের পতন হলো। এর আগে বুরকিনা ফাসোর প্রতিবেশী মালি ও গিনিতে একই ধরনের ঘটনা ঘটে।