CM Biplab: জিবিপি হাসপাতালে প্রথম সফল ওপেন হার্ট সার্জারির চিকিৎসক সহ মেডিক্যাল টিমকে সংবর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৫ জানুয়ারি।। রাজ্যের জিবিপি হাসপাতালে এই প্রথম সফল ওপেন হার্ট সার্জারির চিকিৎসক সহ মেডিক্যাল টিমকে সংবর্ধনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একই সাথে তিনি এই সফল অস্ত্রোপচারের কৃতিত্বের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক কনক নারায়ণ ভট্টাচার্য্য সহ চিকিৎসক দলের প্রত্যেককে শুভেচ্ছা জানান এবং তাদের সাথে মত বিনিময় করেন।

 

চিকিৎসক সহ মেডিক্যাল টিমকে সংবর্ধনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির ফলেই এই ধরনের জটিল অস্ত্রোপচার সম্ভব হয়েছে। সামান্য চিকিৎসার জন্য বাইরের রাজ্যে যাবার হার কমেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত যোজনার সম্পূর্ণ সুফল পেয়েছেন আয়ুষ্মান কার্ডধারী মাধবী রানী দাস। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটি মাইল স্টোন স্থাপন করলো এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের চিকিৎসকগণ।

 

পূর্ণরাজা দিবসের প্রাকলগ্নে গত ২০ জানুয়ারি এজিএমসি অ্যান্ড জিবিপি হাসপাতালের কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি (সিটিভিএস অ্যান্ড আইআর) ডিপার্টমেন্টের চিকিৎসকগণ সাফল্যের সঙ্গে প্রথমবার রাজ্যে ওপেন হার্ট সার্জারি করেছেন।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী আরও বলেন, গত ২০২১ সালের ১৩ জুলাই কার্ডিও থোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি অ্যান্ড ইন্টারভেনশনাল রেডিওলজি (সিটিভিএস অ্যান্ড আইআর) ডিপার্টমেন্ট চালু হয়েছিলো। কার্ডিওলজি ওপিডি সার্ভিস চালু হয়েছে গত ২১ জানুয়ারি, ২০২২।

 

এতে অন্তর্বিভাগে মোট ৮৩ জন রোগী চিকিৎসা পরিষেবা পেয়েছেন। মুখ্যমন্ত্রী জানান, কার্ডিয়াক ওটি-তে গত ২৪ জানুয়ারি পর্যন্ত ৪টি কার্ডিয়াক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। এরমধ্যে একটি ওপেন হার্ট সার্জারি, একটি ভাসকুলার বাইপাস একটি পেরিকার্ডিয়াল সার্জারি ও একটি পেটেন্ট ডাকটাস আর্টেরিওয়াস লাইগেশন। ডিএসএ ক্যাথ-ল্যাব ইতিমধ্যে চালু হয়েছে।

 

এরফলে পেসমেকার প্রতিস্থাপন করোনারি অ্যাজিওগ্রাফি ও অ্যাঞ্জিওপ্লাস্টি, পেরিফেরাল অ্যান্ড ব্রেন অ্যাঞ্জিওপ্লাস্টি, ডায়ালিসিস রোগীদের জন্য পার্ম ক্যাথ করার ব্যবস্থা রয়েছে। এ পর্যন্ত ক্যাথ ল্যাবে মোট ১৩১ জন পরিষেবা লাভ করেছেন বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। তিনি বলেন, উত্তর পূর্ব ভারতে হৃদরোগের চিকিৎসার নিরিখে এরাজ্যে অত্যাধুনিক মেশিনপত্র উল্লেখ করার মতো।

 

অত্যাধুনিক বিভিন্ন ধরনের মেশিন ইতিমধ্যেই এই ডিপার্টমেন্টে স্থাপন করা হয়েছে। তিনি বলেন রাজ্যের চিকিৎসা পরিষেবার উন্নতির ফলে এখন বহিরাজ্যে চিকিৎসার জন্য রোগীর সংখ্যাও অনেকটা হ্রাস পেয়েছে। উল্লেখ্য গত ২০ জানুয়ারি, ২০২২ ডাঃ কনক নারায়ণ ভট্টাচার্যের নেতৃত্বে চিকিৎসকদের একটি টিম পাঁচ ঘন্টা ব্যাপী ওপেন হার্ট সার্জারি করেন।

 

সঙ্গে ছিলেন অ্যানেসথেসিওলজিস্ট ডাঃ সুরজিৎ পাল, মেডিক্যাল অফিসার ডাঃ অভিষেক দেববর্মা, পারফিউসানিস্ট (হার্ট-লাং যন্ত্র পরিচালক) সুজন সাহু, ফিজিসিয়ান অ্যাসিস্টেন্ট সুদীপ্ত মন্ডল, স্ক্রাব নার্স জাহির হুসেন, অর্পিতা সরকার, সৌরভ শীল, মৌসুমী দেবনাথ, ও-টি অ্যাসিস্টেন্ট রতন মন্ডল, জয়দীপ চক্রবর্তী, অমৃত মুডাসিং, কোর্ডিনেটর অভিষেক দত্ত, রিচাশ্রী সরকার, কিষাণ রায় ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। আয়ুষ্মান প্রকল্পের অন্তর্গত হওয়ায় রোগীর এই অস্ত্রোপচার সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে।

 

মুখ্যমন্ত্রী আজ প্রত্যেকের হাতে শুভেচ্ছা স্মারক হিসাবে ফুলের স্তবক তুলে দেন। আজ মহাকরণে মুখ্যমন্ত্রীর অফিস কক্ষে সংবর্ধনা জ্ঞাপন পর্বে জিবিপি হাসপাতালের মেডিক্যাল সুপার ডাঃ সঞ্জীব দেববর্মা এবং ডেপুটি সুপার ডাঃ শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন।

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?