অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারি|| ক্যামেরুনের একটি স্টেডিয়ামে ফুটবল খেলা চলাকালে হুড়োহুড়ির ঘটনায় পদদলিত হয়ে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছেন। আহত হয়েছেন বহু দর্শক।
আফ্রিকা কাপ অফ নেশনসের খেলা চলাকালে রাজধানী ইয়ন্দোর কাছে একটি স্টেডিয়ামে ঢোকার সময় এ দুর্ঘটনা ঘটে।
বেশ কিছু শিশু এ ঘটনায় এখন সংজ্ঞাহীন অবস্থায় আছে।
হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া।
বিবিসি বলছে, স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার। কিন্তু কভিড বিষয়ক বিধিনিষেধের কারণে ধারণ ক্ষমতার ৮০ শতাংশের বেশি দর্শক প্রবেশের সুযোগ ছিল না।
কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৫০ হাজার দর্শক স্টেডিয়ামের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এর ফলে প্রবেশ পথে হুড়োহুড়িতে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।
আফ্রিকান ফুটবল কনফেডারেশন এক বিবৃতিতে বলেছে, তারা ঘটনাটি সম্পর্কে অনুসন্ধান করে বিস্তারিত জানার চেষ্টা করছে।
তবে এ ঘটনার পরও ক্যামেরুন ও কমোরসের মধ্যকার খেলাটি চলেছে। এতে স্বাগতিক ক্যামেরুন ২-১ গোলে বিজয়ী হয়েছে।