অনলাইন ডেস্ক, ২৫ জানুয়ারী।। মহারাষ্ট্রের ওয়ার্ধারে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় বিজেপি বিধায়ক বিজয় রেহেঙ্গদালের ছেলে আবিষ্কার রেহেঙ্গদাল-সহ আরও ৭ জনের প্রাণহানি ঘটেছে।এই সেই ঘটনায় ট্যুইট করে শোকবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর মৃতের পরিবারকে ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ট্যুইট করে প্রধানমন্ত্রী বলেছেন,’মহারাষ্ট্রের সেলসুরায় পথ দুর্ঘটনার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমি মৃতের পরিবারদের প্রতি সমবেদনা জানাই। যাঁরা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি।”
প্রসঙ্গত, সোমবার রাত প্রায় দেড়টা নাগাদ পূর্ব মহারাষ্ট্রের ওয়ার্ধা জেলার সেলসুরা গ্রামের কাছে একটি সেতু থেকে পড়ে যায় গাড়ি। সেই গাড়িতেই ছিলেন, গোন্ডিয়া জেলার তিরোরার বিজেপি বিধায়ক বিজয় রেহেঙ্গালের ছেলে আবিষ্কার।
এছাড়াও ছিলেন আরও ৬ জন ডাক্তারি পড়ুয়া। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, আচমকা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।