অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারি|| স্বামীকে নিয়ে পোল্যান্ডে ঘুরতে গিয়েছিলেন এক ডাচ পর্যটক। ঘুরে ঘুরে দেখছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান।
এই সময় অশউইৎজ-বিরকেনাউ কনসেনট্রেশন ক্যাম্প বা ডেথ ক্যাম্পের সামনে আসেন এই পর্যটক দম্পতি। যারা আনা ফ্রাঙ্কের ডায়েরি পড়েছেন তাদের কাছে এই ক্যাম্প পরিচিত।
ক্যাম্পটির সামনে এসে নাৎসি স্যালুট দিয়ে বসেন ওই নারী পর্যটক। আর যায় কই! কনসেনট্রেশন ক্যাম্পটির প্রবেশদ্বার আরবিট মাচ্ট ফ্রেইয়ের সামনে ২৯ বছর বয়সী ওই নারীর এমন অঙ্গভঙ্গি পছন্দ হয়নি পোল্যান্ডের পুলিশের।
নাৎসি স্যালুট দেওয়ায় আটক হন তিনি। স্থানীয় পুলিশের বরাতে এমনটাই জানিয়েছে বিবিসি। তবে আটক হওয়া পর্যটকের নাম প্রকাশ করা হয়নি।
পোল্যান্ডের পিএপি নিউজি এজেন্সির বরাতে জানানো হয়, নাৎসি প্রোপাগান্ডা বা এমন মতের ক্রিয়াকলাপের জন্য তাকে অভিযুক্ত করা হয়। প্রসিকিউটররা তাকে জরিমানা করেন। এই অর্থদণ্ড দিতে রাজি হয়েছেন ওই ডাচ নারী।
তিনি জানান, তার এমন করাটা খারাপ রসিকতা হয়েছে।
ওই সময় তিনি স্বামীর সঙ্গে ওখানে ছবি তুলছিলেন।
পোল্যান্ডে নাৎসি প্রোপাগান্ডা প্রচারের কারণে এটাই বিদেশি পর্যটকের প্রথম আটক হওয়ার ঘটনা নয়। এই অভিযোগে দুই বছরের কারাদণ্ডও হতে পারে।