অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারী।। অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন দু’টি গ্র্যান্ড স্ল্যামের মালিক সিমোনা হালেপ। মেলবোর্নে তীব্র গরমের মধ্যে ফ্রান্সের আলিজ কর্নেটের বিপক্ষে তিন সেটে হারেন ৩০ বছর বয়সী রোমানিয়ান।
মেলবোর্নের ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ৬-৪, ৩-৬ ও ৬-৪ গেমে জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন কর্নেট। টেনিসের প্রধান কোনো আসরে এবারই প্রথম শেষ আটে খেলবেন তিনি।
চলতি বছরে আট ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে কর্নেটের মুখোমুখি হন ১৪তম বাছাই হালেপ। কিন্তু অভিজ্ঞ এই তারকাকে সুযোগ করতে দেননি ৬১তম বাছাই। সেমিফাইনালে যাওয়ার পথে ২৭তম বাছাই আমেরিকার ড্যানিয়েল কলিন্সের মুখোমুখি হবেন কর্নেট।
অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষ এককে কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করছেন ড্যানিয়েল মেদভেদেভে। এবারের আসরের কেন তিনি শিরোপার দাবিদার তার প্রমাণ আরেকবার দিলেন এই রাশিয়ান।
২৪ বছর বয়সী আমেরিকার ম্যাক্সিম ক্রিসির প্রতিরোধের পাশাপাশি মেদভেদেভকে মেলবোর্নে লড়াই করতে হয়েছে গরমের সঙ্গেও। তবে কোর্টের লড়াইয়ে ৬-২, ৭-৬ (৭-৪), ৬-৭ (৪-৭) ও ৭-৫ গেমের ঘাম ঝরানো জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই এই তারকা।
২৫ বছর বয়সী মেদভেদেভ শেষ আটে প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন নবম বাছাই কানাডার ফেলিক্স আগার-আলিয়াসিমকে।