অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারী।। লখিমপুরে কৃষক আন্দোলন চলাকালীন তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি ও তাঁর পুত্র আশিস মিশ্র টেনি। ঘটনায় ৪ জন কৃষক সহ ৮ জনের মৃত্যু হয়। ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। এবারও মন্ত্রীর পুত্রের হাত থেকে গুলি চালনার ঘটনা ঘটল বিহারের পশ্চিম চম্পারণে।
ঘটনার সূত্রপাত হয় মাঠে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে। সেই ক্রিকেট খেলা চলাকালীন শিশুদের চিৎকার চেঁচামেচি সহ্য করতে না পেরে বন্দুক উঁচিয়ে বেরিয়ে আসেন মন্ত্রীপুত্র। রাগে অন্ধ হয়ে শূন্য গুলি চালাতে থাকেন তিনি। হঠাৎ এই গুলির শব্দে চারদিকে হুড়োহুড়ি পড়ে যায়। ঘটনায় শিশু মোট ৬ জন আহত হয়েছেন বলে খবর।
তবে উত্তেজিত গ্রামবাসীরা মন্ত্রীর ছেলেকে আটক করে ব্যাপক মারধর করেছে বলে খবর। সূত্রের খবর, এই গুলি চালনার ঘটনায় মূল অভিযুক্ত বিহারের বিজেপি নেতা, পর্যটন মন্ত্রী নারায়ণ শাহের ছেলে বাবলু কুমার। ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ঠ উত্তেজনা ছড়িয়েছে। জখমদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রামবাসীদের হাতে মারধরের চোটে হাসপাতালে ভর্তি আছেন মন্ত্রী পুত্রের ছেলে বাবলু কুমারও।
ঘটনা ঘিরে এতটাই উত্তেজনা ছড়ায় যে, মন্ত্রীপুত্রের ছেলের পিছনে তাড়া করে স্থানীয় মানুষ। গ্রামবাসীদের তাড়া খেয়ে দৌড়তে থাকে বাবলু কুমার। গাড়ি রেখেই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে সে।
মন্ত্রীর গাড়ির নেমপ্লেটটি ভেঙে ফেলে উন্মত্ত জনতা। পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণ করে। এদিকে বিজেপি নেতা, পর্যটন মন্ত্রী নারায়ণ শাহ অবশ্য দাবি করেছেন, এই অভিযোগগুলি ভিত্তিহীন। রাজনৈতিক ষড়যন্ত্র করে তাঁর ফাঁসানো হচ্ছে। তার ছেলে বাগানে একটি জমি অধিগ্রহণ সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে যায়।
সেখানে তাকে হেনস্থা করা হয়। এমনকী তার লাইসেন্সধারী বন্দুকটি কেড়ে নেওয়া হয়। পুলিশ ওই বন্দুকটি বাজেয়াপ্ত করেছে। পুলিশ সুপার উপেন্দ্র ভার্মা জানিয়েছেন, ঘটনাস্থলে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।