Parliament: বাজেট অধিবেশনে করোনা কাঁটা, এবার ২০২২ বাজেট অধিবেশনের আগেই সংসদে ৮৭৫ কর্মী করোনা আক্রান্ত

 

অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারী।। বাজেট অধিবেশনে করোনা কাঁটা। এবার ২০২২ বাজেট অধিবেশনের আগেই সংসদে ৮৭৫ কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। রবিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর।

 

সংসদের সেক্রেটারিয়েটের তরফে গতকালই ট্যুইট করে করে জানানো হয় যে, উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু করোনা আক্রান্ত । বর্তমানে হায়দরাবাদে রয়েছেন বেঙ্কাইয়া নাইডু। আপাতত এক সপ্তাহ আইসোলেশনে থাকবেন তিনি। উপ-রাষ্ট্রপতি, জানিয়ে দিয়েছেন ইতিমধ্যেই যারা তারা সংস্পর্শে এসেছেন তারা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন।

 

আগেই থেকেই বাজেট পেশ নিয়ে বেশ বিড়ম্বনাও তৈরি হয়। কারণ সেই করোনা। আগেই আক্রান্তের সংখ্যা চারশো ছাড়ায়। এই পরিস্থিতিতে লোকসভার স্পিকার ওম বিড়লা সংসদের কক্ষগুলির স্বাস্থ্য-সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখার নির্দেশ দেন। এছাড়াও অন্যান্য বিষয়গুলির প্রস্তুতির দিকও খতিয়ে দেখেন লোকসভার স্পিকার।

 

যে সব সাংসদদের বয়স ৬০-এর কোঠায় তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখার নির্দেশ দেওয়া হয়। ওম বিড়লা সেই সময় জানান, ‘সংসদ চত্বরে করোনা পরীক্ষা ও টিকাকরণের ব্যবস্থা রাখা হয়েছে। এটা সত্যিই যে সংসদের বিপুল সংখ্যক কর্মীই করোনা আক্রান্ত হয়েছেন। তবে সকলেই ভালো আছেন চিকিৎসকরা তাঁদের খেয়াল রাখছেন’।

 

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দুই দফার বাজেট পেশ করা হবে। আগামী ৩১ জানুয়ারি শুরু হতে চলেছে এবছরের সংসদের বাজেট অধিবেশন। আগামী ১ ফেব্রুয়ারি পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট। প্রথম দফার অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় দফার বাজেট অধিবেশন শুরু হবে ১৪ মার্চ। চলবে ৮ এপ্রিল পর্যন্ত।

 

চলতি মাসের শুরুতেই সংসদীয় বিষয়ক মন্ত্রকের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়, আগামী ৩১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ওই দিন সকাল ১১টায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ উভয় কক্ষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।

 

১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট পেশ করবেন। চলতি বছরের ১ এপ্রিল থেকে আগামী বছরের ৩১ মার্চ অবধি দেশের আর্থিক খরচের যাবতীয় খুটিনাটি এই বাজেটে তুলে ধরা হবে।

 

ujjivan
sbi life
hero
hdfc
dailyhunt
bazar kolkata
adjebra

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?