অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারী।। আজ থেকে মহারাষ্ট্রে খুলে গেল স্কুল। করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার। সেই মতো আজ, সোমবার থেকে স্কুল খুলে দেওয়া হয়।
মহারাষ্ট্র সরকারের আশা, পড়ুয়ারা এতদিন স্কুলে আসতে পেরে খুশি হয়েছে। নিশ্চিত করা হয়েছে, স্কুলে সুরক্ষিত পরিবেশ পাবে তারা। সোমবার সকালে, মহারাষ্ট্রের স্কুল শিক্ষা মন্ত্রী বর্ষা গায়কওয়াড ক্লাস পুনরায় খোলার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন।
গত সপ্তাহে শিক্ষা দফতরের কাছ থেকে মহারাষ্ট্র সরকারের কাছে স্কুল খোলার অনুমতি চাওয়া হয়। সেই আবেদন সম্মতি দেয়,উদ্ধব ঠাকরে সরকার। তার পরেই রাজ্য সরকারের পক্ষ থেকে আগামী ২৪ জানুয়ারি, সোমবার থেকে স্কুল খুলে দেওয়া কথা ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, অভিভাবক, শিক্ষকদের জোরদার আপত্তি সত্ত্বেও করোনা ও ওমিক্রন সংক্রমণে জেরে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই স্কুল বন্ধ করে দেওয়া হয়। মুম্বইতে স্থানীয় নাগরিক সংস্থা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুল বন্ধ করার নির্দেশ দেয়।
বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের (বিএমসি) পরিস্থিতি খতিয়ে দেখে জানায় অবস্থা নিয়ন্ত্রণে আছে। সংক্রমণ নিয়ন্ত্রণে। এর পরেই স্কুলগুলি পুনরায় খোলার ব্যাপারে আলোচনা করা হয়। মুম্বইতে বেশ কয়েকটি স্কুল খুলে দেওয়া হয়েছে।
গত সপ্তাহে, বিএমসি কমিশনার ইকবাল সিং চাহাল বলেছিলেন যে প্রাক-প্রাথমিক স্কুলগুলিও এবার যাতে অফ লাইন ক্লাস শুরু করা যায়, সেই ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে।
তবে রাজ্যে তরফ থেকে কোভিড প্রোটোকল মেনেই স্কুল খোলার নির্দেশ দেওয়া হয়েছে।