অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারী।। পোস্ট অফিসের একাউন্ট হোল্ডার জন্য একটি বড় ঘোষণা। একাউন্ট ক্লোজ করার জন্য এবার থেকে প্রয়োজন হবে পাসবুক। পাসবুক না থাকলে অ্যাকাউন্ট বন্ধ করা যাবে না।
সম্প্রতি এই সংক্রান্ত বিষয়ে একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। যদি পোস্ট অফিসের একাউন্ট থাকে এবং যদি অ্যাকাউন্ট ম্যাচিওর হয়ে যায় সেক্ষেত্রে টাকা তুলে অ্যাকাউন্ট বন্ধ করতে গেলে পাসবুক জমা দিতে হবে।
ব্যাংকে তুলনায় পোস্ট অফিসে সুদের হার অনেক বেশি। তাই সাধারণ মানুষের কাছে টাকা জমা রাখার ক্ষেত্রে পোস্ট অফিস অনেক এগিয়ে রয়েছে। এমতাবস্থায় পোস্ট অফিসের তরফ থেকে নতুন নিয়ম কানুন চালু করা হলো।
জানানো হয়েছে যে নিজেদের স্থানীয় ব্রাঞ্চ অথবা মেন ব্রাঞ্চ প্রতিটি ক্ষেত্রেই এই নিয়ম জারি করা হয়েছে। স্থানীয় ব্রাঞ্চ অথবা অন্য কোনো ক্ষেত্র থেকে অ্যাকাউন্ট বন্ধ করতে চাইলে পাসবুক জমা দেওয়ার নিয়ম মানতে হবে।
চলতি মাসের ১৩ তারিখে পোস্ট অফিসের তরফ থেকে এমন একটি ঘোষণা করা হয়েছে। টাইম ডিপোজিট একাউন্ট বন্ধ করার ক্ষেত্রে অথবা একাউন্ট ম্যাচিওর না করার আগেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সময় পাসবুক জমা দিতে হবে বলে জানিয়েছে পোস্ট অফিস। অর্থাৎ এখন থেকে আর পোস্ট অফিস তাদের গ্রাহকদের পাসবুক ছাড়া একাউন্ট বন্ধ করার সুযোগ দেবে না।
আর আই ডি, এম আই এস, কিষান বিকাশ পত্র, ন্যাশনাল সেভিংস স্কিম, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম ছাড়াও অন্যান্য সমস্ত সেভিং স্কিমে এই নিয়ম জারি করা হয়েছে।