অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারি|| ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পেয়েছে বার্সেলোনা। পয়েন্ট তালিকায় অবনমন অঞ্চলে থাকা আলাভেসকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়েছে জাভির দল। সেই সঙ্গে তালিকার পঞ্চম স্থানে উঠে এলো বার্সা।
ম্যাচের তিন মিনিট বাকি থাকতে ফেরান তোরেসের ক্রস থেকে প্রতিপক্ষের জাল খুঁজে নেন ডাচ মিডফিল্ডার ডি ইয়ং।
পুরো ম্যাচে দাপটের সঙ্গে খেলেছে বার্সা। কিন্তু টেবিলের ১৯তম স্থানে থাকা আলাভেস তাদের ঠেকিয়ে রেখেছিল শেষ মুহূর্ত পর্যন্ত।
এমনকি বেশ কয়েকটি গোলের সুযোগও পেয়েছিল দলটি। প্রথমার্ধের শেষ মুহূর্তে পেরে পোন্সের সরাসরি নেওয়া এক শট রুখে দিয়ে বার্সার জাল অক্ষত রাখেন গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। দ্বিতীয়ার্ধে ব্যর্থ হয় জোসেলুর হেড।
লা লিগায় বার্সার পরের প্রতিপক্ষ অ্যাতলেতিকো মাদ্রিদ। আগামী সপ্তাহে ঘরের মাঠ ক্যাম্প ন্যুয় এই ম্যাচ জিতলে তালিকার চারে উঠে আসবে জাভির দল। আপাতত ২১ ম্যাচে ৩৫ নিয়ে পাঁচে আছে বার্সা।
সব প্রতিযোগিতা মিলিয়ে গত তিন ম্যাচ পর জয়ের দেখা পেল কাতালান জায়ান্টরা।
গত সপ্তাহে তারা দুই ম্যাচ হেরেছিল অতিরিক্ত সময়ে গিয়ে। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর কোপা দেল রে’তে অ্যাতলেতিক বিলবাওয়ের বিপক্ষেও হারে বার্সা।