অনলাইন ডেস্ক, ২৪ জানুয়ারি|| টানা তিন জয়ে কমনওয়েলথ গেমস নারী ক্রিকেটের মূল পর্বে খেলার স্বপ্নটা উজ্জ্বল হয়ে উঠেছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু টাইগ্রেসদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে শ্রীলঙ্কা।
মূল পর্বে ওঠার লড়াইয়ের পথে শেষ বাধা পেরোতে পারলেন না সালমা খাতুন-নিগার সুলতানারা। শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে ২২ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।সোমবার কুয়ালালামপুরের কিনারা ওভাল গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান করে লঙ্কানরা। সর্বোচ্চ ৪৮ রান আসে ওপেনার-অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাট থেকে। তার ফিফটি কেড়ে নেন রুমানা আহমেদ।
এছাড়া ২৮ রান করেন নীলাক্ষী ডি সিলভা। অপরাজিত ২০ রানের ক্যামিও উপহার দেন উইকেটরক্ষক আনুশকা সঞ্জীবনী। বাংলাদেশের হয়ে ২ উইকেট নেন নাহিদা আক্তার।
১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর আভাস দেয় বাংলাদেশ। কিন্তু ব্যাট হাতে আবারও ব্যর্থ ওপেনার-উইকেটরক্ষক শামীমা সুলতানা (৬)। এরপর ফারজানা হককে (৩৩) নিয়ে ৫০ রানের জুটি গড়েন ওপেনার মুরশিদা খাতুন।এরপর অধিনায়ক নিগার সুলতানাকে (২০) নিয়ে এগোতে থাকেন ফারজানা। কিন্তু শেষদিকে বলের চেয়ে রানের ব্যবধান বেশি হয়ে দাঁড়ায়। সেই ব্যবধান আর গোছাতে পারেননি টাইগ্রেসরা। ৫ উইকেটে ১১৪ রানে থামে বাংলাদেশ।
ব্যাট হাতে ৪৮ ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন আতাপাত্তু। ২২১ রান ৪ উইকেট নিয়ে সিরিজ সেরাও হয়েছেন লঙ্কান অধিনায়ক।