অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী।। রাশিয়ার হামলার আশঙ্কায় নিজ দূতাবাসের সব কর্মীদের দ্রুত ইউক্রেন ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী সোমবারের মধ্যেই ইউক্রেনে অবস্থানরত সব মার্কিন দূতাবাস কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসতে হবে বলে জানিয়েছে মার্কিন সরকার।
মার্কিন নাগরিকদের বাণিজ্যিক বিমানে করে জরুরিভিত্তিতে ইউক্রেন ত্যাগ করতে হবে। দুই দেশের মধ্যে এখনও বাণিজ্যিক ফ্লাইট চালু আছে।
মার্কিন সংবাদ মাধ্য ফক্স নিউজ জানিয়েছে, যে কোনো মুহুর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া- এ আশঙ্কা থেকে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের দ্রুত দেশটি থেকে নিরাপদে সরিয়ে নিচ্ছে। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, এ মুহুর্তে বিষয়টি নিয়ে বিবৃতি প্রকাশের কিছু নেই। নিরাপত্তার বিষয়ে আমরা তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে থাকি।
তিনি আরও জানান, করোনার কারণে ইউক্রেনে মার্কিন নাগরিকদের জন্য আগে থেকেই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি ছিল।
ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা মোতায়েন করে রেখেছে প্রতিবেশী দেশ রাশিয়া। যে কোনো মুহূর্তে রুশ সেনারা দেশটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার কূটনীতিক ও নাগরিকদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। তবে রাশিয়া ইউক্রেনে হামলার কথা অস্বীকার করেছে।
রাশিয়া এর আগে ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নিয়েছিল। ইউক্রেনের জনগণ তাদের রাশিয়াপন্থী রাষ্ট্রপতিকে উৎখাত করার পরে রাশিয়া ক্রিমিয়ায় আক্রমণ চালায়।
পশ্চিমা এবং ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলো বলছে ২০২২ সালের প্রথমভাগেই ইউক্রেনে রাশিয়ার আরেকটি আক্রমণ বা অনুপ্রবেশ ঘটতে পারে।