অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী।। নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিনের প্রায় দু’দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা- গড়া হবে মূর্তি। যার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। মূর্তি নির্মাণের দায়িত্বে রয়েছেন ন্যাশানাল গ্যালারি অব মর্ডান আর্ট- এর ডিরেক্টর অদ্বৈত গাদানায়ক।
নেতাজীর মূর্তি বসানো হবে দিল্লির ইন্ডিয়া গেটে। সর্বভারতীয় সংবাদমাধ্যমে ওড়িশার ঘরের ছেলে অদ্বৈত জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ঘোষণা মাত্র শুরু হয়ে গিয়েছে মূর্তি গড়ার কাজ। গ্রানাইট পাথর দিয়ে হচ্ছে নির্মাণ। নেতাজীর চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠবে শিল্পকর্মে। মূর্তির উচ্চতা হবে ২৫ ফুট। রাইসিনা হিল থেকে দেখা যাবে এই অনন্য শিল্প-কর্ম।
অদ্বৈত বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণাকে খোলা মনে স্বাগত জানাচ্ছি৷ নেতাজী সুভাসচন্দ্র বসু একজন স্বাধীনতা সংগ্রামী। তাঁর মূর্তি নির্মাণের কাজের অংশ হতে পেরে ভারতবাসী হিসেবে আমি গর্বিত।’
‘প্রধানমন্ত্রীর ঘোষণা মতো ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। মূর্তির উপকরণ বাছাইয়ে গুরুত্ব দেওয়া হয়েছে সর্বাধিক। নেতাজী আমরা যেভাবে জানি, মূর্তির মধ্যেও তাঁর ব্যক্তিত্ব ফুটিয়ে তোলার চেষ্টা করবো আমরা৷ আশা করি প্রধানমন্ত্রী সহ সকলেরই মানসপটে আলাদা জায়গা করে নিতে পারবে নেতাজীর মূর্তি।’