অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী।। নিউজিল্যান্ডে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ জারি করেছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। বিধিনিষেধের কারণে নিজের বিয়েও বাতিল করতে হয়েছে তাকে। স্থানীয় সময় রবিবার জেসিন্ডা এ ঘোষণা দিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়।
প্রতিবেদনে বলা হয়, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে উত্তরের এক শহর থেকে দক্ষিণের আরেক শহরে যাওয়ার পথে এক পরিবারের নয়জন ওমিক্রনে সংক্রমিত হন।
ওই পরিবার যে বিমানে ভ্রমণ করেছিল, সেখানকার একজন কর্মীও ওমিক্রনে আক্রান্ত হন। এরপরই রবিবার মধ্যরাত থেকে মাস্ক পরা বাধ্যতামূলক এবং জনসমাগম সীমিত করার মতো বিধিনিষেধ জারি করা হয়েছে।
আরডার্ন জানিয়েছেন, নতুন বিধিনিষেধে দুই ডোজ টিকা নিয়েছেন- এমন ১০০ জনকে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে নিউজিল্যান্ড সরকার। তবে টিকা নেওয়া না থাকলে ২৫ জনের উপরে লোকসমাগম হতে পারবে না।
জেসিন্ডা আরডার্ন ও তার দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ড এর আগে কখনোই বিয়ের তারিখের ঘোষণা দেননি। তবে ধারণা করা হয়েছিল আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তারা বিয়ের তারিখ ঘোষণা করবেন। নতুন বিধিনিষেধের কারণে আগামী মাসের পরে তাদের বিয়ের তারিখ ঘোষণা করা হতে পারে।
নিজের বিয়ের ব্যাপারে জেসিন্ডা বলেন, ‘আমার বিয়েটাও হচ্ছে না। আমি খুবই দুঃখিত। মহামারির ঠেকাতে বিধিনিষেধের কারণে এ ধরনের অভিজ্ঞতা এর আগে যাদের হয়েছে, আমিও তাদের দলে যোগ দিলাম। ’