অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী।। সম্প্রতি ইন্সটাগ্রামে নিজের মায়াবী কিছু ছবি শেয়ার করে দর্শক মহলে উত্তেজনা বাড়িয়েছেন মোনালিসা। আর অন্যান্য বারের মতো এবারেও সেগুলো সুপারহিট। ছবিগুলিতে তিনি পরে রয়েছেন নীল রঙের শর্ট নাইটি। ফটোশুটটি হয়েছে গোয়ার একটি পাঁচতারা হোটেলে।
নিজের বোল্ড লুকের জন্য মোনালিসা বেশ পরিচিত। তাঁকে আরও একবার মোহময়ী রূপে দেখা গেল। মোনালিসা ছবিগুলি শেয়ার করতেই হুহু করে তা ভাইরাল হয়ে যায়। মোনালিসা ছবির নিচে ক্যাপশন দিয়ে লিখেছেন, তাঁর শনিবারও যথেষ্ট অ্যাকটিভ। তাঁর প্রোফাইল ভরে উঠেছে লাইক আর কমেন্টে।
ইদানিং মোনালিসা সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ থাকেন। কিছুদিন আগে পুজোর সময় ‘ডিস্কো কিং’ বাপ্পী লাহিড়ীর জনপ্রিয় গান ‘দিল মে হো তুম’-এর সাথে নেচে ট্রোল হয়েছিলেন মোনালিসা। নেট নাগরিকরা তাঁর নাচের স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
আদতে কলকাতার মেয়ে মোনালিসার প্রকৃত নাম অন্তরা বিশ্বাস। আশুতোষ কলেজ থেকে সংস্কৃত নিয়ে স্নাতক হবার পর মোনালিসা ওড়িয়া মিউজিক ভিডিওতে কাজ করেন। সেই সময় টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার চেষ্টা করে কোনো লাভ হয়নি, তাই তিনি পাড়ি দেন মুম্বই। মুম্বইতে ভোজপুরি ফিল্মে অভিনয় করা শুরু করেন মোনালিসা।
তিনি বেশিরভাগ ক্ষেত্রে ভোজপুরি সিনেমায় অভিনয় করেছেন। এছাড়াও হিন্দি, বাংলা, ওডিয়া, তামিল, কন্নড় এবং তেলেগু ভাষার ছবিতেও অভিনয় করেছেন। মোনালিসা অভিনীত জনপ্রিয় হিন্দি টিভি সিরিয়াল নজর। সেখানে তাঁর চরিত্রের নাম মোহনা রাঠোর।
বেশ সাড়া ফেলে দিয়েছে তাঁর অভিনীত সেই চরিত্র। এমনকি বিগ বস ১০-এ দেখা গিয়েছিল তাঁকে। কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’ তাঁর জীবনের সবচেয়ে বড় ব্রেক। সেই বছর এই শোয়ে সেলিব্রিটিদের পাশাপাশি আমজনতার তরফ থেকেও কয়েকজন প্রতিযোগীকে নেওয়া হয়েছিল বিগ বসের ঘরে।
অন্যান্য সেলিব্রিটিরা সাধারণ প্রতিযোগীদের থেকে দূরে থাকলেও মোনালিসা সবার সাথে সমানভাবে মেলামেশা শুরু করেন। মোনালিসার এই ভদ্রতা আমজনতার মধ্যে তাঁকে জনপ্রিয় করে তোলে। ‘বিগ বস’ জিততে না পারলেও এই শো মোনালিসাকে পরিচিতি দেয়।
এরপর মোনালিসা বলিউডে ডেবিউ করেন ‘ব্ল্যাকমেল’ ফিল্মের মাধ্যমে। মোনালিসার অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়। এছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো সিজন 2’-তে তিনি ঝুমাবৌদির চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দেন।
এই মুহূর্তে মোনালিসা স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘নজর- সিজন 2’ -তে অভিনয় করছেন। কয়েক বছর আগে মোনালিসা বিয়ে করেন ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিং রাজপুতকে। এই মুহূর্তে সংসার ও কেরিয়ার নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
বরাবরই তাঁর ছবিতে থাকে গ্ল্যামারের ঝলকানি। বলাই বাহুল্য তাঁর ভিডিও বা ছবি সোশাল মিডিয়ায় শেয়ার হওয়া মানেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়। আর শুরু হয়ে যায় তাঁকে নিয়ে চর্চা। তাঁর লেটেস্ট ফটোশুটের বেলায়ও তা-ই হয়েছে।