অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী।। ম্যানচেস্টার সিটির জয়রথ থামাল সাউদাম্পটন। পিছিয়ে পড়ে সেইন্টদের বিপক্ষে হার এড়িয়েছে সিটিজেনরা। অন্যদিকে শেষ মুহূর্তের গোলে স্বস্তির জয় পেল সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।
সাউদাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পেপ গার্দিওলার দল।
ঘরের মাঠ সেন্ট ম্যারিতে ম্যাচের সপ্তম মিনিটে সেইন্টদের এগিয়ে দেন ওয়াকার-পিটার্স। সিটি সেই গোল শোধ করে বিরতির পর। ৬৫তম মিনিটে ডি ব্রুইনার ফ্রি-কিকে হেডে জাল খুঁজে নেন লাপোর্তে।
টানা ১২ জয়ের পর ড্র করল সিটি। গত অক্টোবরের পর প্রথমবার পয়েন্ট খোয়ালো গার্দিওলার শিষ্যরা। পয়েন্ট ভাগাভাগি করলেও ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের তালিকায় শীর্ষে আছে সিটিজেনরা।
লিগের আরেক ম্যাচে ঘাম ঝরানো জয় পেয়েছে ইউনাইটেড। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে শেষ মুহূর্তের গোলে ওয়েস্ট হামকে ১-০ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা।
যোগ করা অতিরিক্ত তৃতীয় মিনিটে কাভানির পাসে বল জালে পাঠান রাশফোর্ড।
স্বস্তির এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ চারে ওঠে এসেছে রালফ রাংনিকের দল। ২২ ম্যাচে তাদের পয়েন্ট ৩৮। ৩৭ পয়েন্ট নিয়ে পরের স্থানে ওয়েস্ট হাম।