অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী।। আক্রমণভাগে জুটি বেঁধে লিভারপুলকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন মোহামেদ সালাহ ও সাদিও মানে। কিন্তু এবার যে, বন্ধুত্ব ভুলে শত্রু হয়ে মাঠে নামতে হবে সময়ের দুই সেরা ফরোয়ার্ডকে!
আফ্রিকা মহাদেশ থেকে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পাবে পাঁচ দল। তার জন্য লড়াইয়ে নামছে দশ দেশ। ২০২২ বিশ্বকাপের আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে তৃতীয় রাউন্ডের ড্রয়ে সেনেগালকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মিশর।
অন্যদিকে আলজেরিয়ার প্রতিপক্ষ ক্যামেরুন এবং ঘানাকে পেয়েছে নাইজেরিয়া। কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) মুখোমুখি হবে মরক্কো। তিউনিসিয়ার প্রতিপক্ষ মালি।
কনফেডারেশনে অব আফ্রিকান ফুটবল (সিএএফ) বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে খেলেছে ৫৪টি দেশ। সেখান থেকে ৪০ দল নিয়ে গঠিত হয় গ্রুপ পর্ব। এখন তৃতীয় রাউন্ড এসে থেমেছে দশের লড়াইয়ে। এই লড়াই শেষে পাঁচ দল টিকিট পাবে ৩২ দলের আসন্ন বিশ্বকাপে।
হয় সালাহ নয়তো মানেকে কাতার বিশ্বকাপ দেখতে হবে টিভি পর্দায়। তবে গত রাশিয়া বিশ্বকাপে খেলেছে মিশর-সেনেগাল।