অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী।। ব্যাটিং ব্যর্থতা পিছু ছাড়ছে না ইংল্যান্ডের। টি-টোয়েন্টিতেও এবার হতাশ ইংলিশ ব্যাটাররা। অ্যাশেজ শেষ হওয়ার ৬ দিন পর ১০ হাজার মাইল দূরে গিয়ে বারবাডোসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরেছে ইংল্যান্ড।
৯ উইকেটের জয়ে পাঁচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল উইন্ডিজ।
ইংল্যান্ডের দেওয়া ১০৪ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার ব্রেন্ডন কিংয়ের ফিফটিতে ১৭.১ ওভারে এক উইকেটে ১০৪ রান করে ক্যারিবীয়রা।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া ইংলিশরা ইনিংসের দুই বল বাকি থাকতে থামে ১০৩ রানে। উইন্ডিজ পেসারদের সামনে সমানে উইকেট বিসর্জন দেয় টপ-অর্ডাররা। ইংল্যান্ড একশ’ পেরোনো সংগ্রহ পায় দুই টেল-এন্ডার আদিল রশিদ (২২) ও ক্রিস জর্ডানের (২৮) ৩৬ রানের জুটিতে।
ইংলিশ ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন জেসন হোল্ডার। ক্যারিবীয় পেসার টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। দুই উইকেট পেয়েছেন শেলডন কটরেল।
লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় উইন্ডিজ। ১৭.১ ওভারে ১ উইকেটে ১০৪ রান করে তারা।
ওপেনিং জুটিতেই ৫২ রান করে ক্যারিবীয়রা। উইকেটরক্ষক-ওপেনার শাই হোপকে (২০) ফিরিয়ে সেই জুটি ভাঙেন রশিদ। এরপর নিকোলাস পুরানকে (২৭) নিয়ে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন কিং। তার ৪৯ বলে ৫২ রানের ইনিংসটি সাজানো ছিল ৪ চার ১ ছয়ে।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১০৩ (১৯.৪ ওভার): জর্ডান ২৮, রশিদ ২২; হোল্ডার ৪/৭
ওয়েস্ট ইন্ডিজ ১০৪/১ (১৭.১ ওভার): কিং ৫২*; রশিদ ১/২১