অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী।। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে।
কিছু আগে টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়া নিয়ে সৌরভের ঠিক বিপরীত বক্তব্য মিলেছে কোহলির কাছ থেকে। যা নিয়ে কোহলিকে কারণ দর্শানোর নোটিশ দিতে পারে সৌরভের বোর্ড, এমন খবরও চাউর হয়।
তবে সৌরভ স্পষ্ট জানিয়ে দিলেন, কোহলিকে কখনোই কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পরিকল্পনা ছিল না তার। সংবাদমাধ্যমকে এমনটাই বলেছেন সৌরভ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই কোহলি জানিয়েছিলেন আসর শেষে এই ফরম্যাটের নেতৃত্ব ছাড়বেন তিনি। পরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।
সৌরভ বলেছিলেন, কোহলিকে বারবার টি-টোয়েন্টির নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি।
কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিস্ফোরক মন্তব্য করেন কোহলি। সংবাদ সম্মেলনে বলেন, তিনি টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব ছাড়ার কথা বলার পর বোর্ডের পক্ষে কোনো বিরোধিতা করা হয়নি। বরং এটাকে এগিয়ে যাওয়ার পরবর্তী ধাপ হিসেবে মেনে নেওয়া হয়েছিল।
কোহলি আরো বলেছিলেন, ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি ঘণ্টাখানেক আগেও তিনি জানতেন না।