অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী।। আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছে পাকিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ২০২১ সালে পারফরম্যান্স বিবেচনায় রবিবার এক নিজেদের ওয়েবসাইটে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের নাম প্রকাশ করে আইসিসি।
গত বছর ব্যাট হাতে ধারাবাহিকতা, অদম্য স্পৃহা দেখানোর পাশাপাশি বেশ কয়েকবার শ্বাসরুদ্ধকর মুহূর্ত উপহার দিয়েছেন রিজওয়ান। ২৯ ম্যাচে ৭৩.৬৬ গড়ে ১৩২৬ রান করেন তিনি।
গ্লাভস হাতে করেন ২৪ ডিসমিসাল।
রিজওয়ান নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ও একমাত্র সেঞ্চুরিটি করেন গত বছরের ফেব্রুয়ারিতে, লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর বছর শেষ করেন করাচিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮৭ রানের ইনিংস খেলে।
তার মধ্যে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৯ বছর বয়সী এই তারকার অদম্য স্পৃহা দেখেছিল বিশ্ববাসী। তার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে ভারতকে হারায় পাকিস্তান। টিম ইন্ডিয়ার বিপক্ষে ১০ উইকেটের জয় দিয়ে সীমিত ওভারের এই বিশ্বকাপ অভিযান শুরু করে তারা। যেখানে ৫৫ বলে অপরাজিত ৭৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিজওয়ান।