অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী।। মাওবাদীদের বোমায় উড়ে গেল একটা সেতু। ক্ষতিগ্রস্ত একটি মোবাইল টাওয়ার৷ ঘটনাটি ঝাড়খণ্ডের গিরিডি জেলার।
সম্প্রতি সময়ে মাওবাদী কৃত এটি অন্যতম বড় হামলা বলে মনে করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে গিরিডি জেলার ডুমরি থানার অন্তর্গত একটি সেতু উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। ঘটনাটি ঘটানো হয়েছে রাতে।
দু’টো থেকে আড়াইটের মধ্যে হামলা চালানো হয়েছিল বলে আপাতত মনে করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছস, ডিটোনেটর দিয়ে সেতুটি উড়িয়ে দেওয়া হয়েছে। বরাকর নদীর ওপর ছিল ব্রিজটি।
বিস্ফোরণের পর ব্রিজের একটি অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় একটা দিক। ফলে গ্রামের মানুষদের যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হয়েছে ভীষণকভাবে। এখানেই শেষ নয়।
মাওবাদীরা নিজেদের প্রভাব বোঝাতে রেখে গিয়েছে একটা কাগজ। যেখানে ধৃত মাও নেতা প্রশান্ত বসু এবং তার স্ত্রীর কথা বলা হয়েছে। দু’জনের চিকিৎসায় যাতে কোনো গাফিলতি না হয় তা মনে করিয়ে গিয়েছে হামলাকারীরা।
২১-২৬ জানুয়ারি প্রতিরোধ মার্চ সফল করার কথাও কাগজে লেখা রয়েছে বলে জানা যাচ্ছে।
গিরিডিতে মাওবাদী হামলা নতুন কিছু নয়৷ তবে সম্প্রতি তাদের উগ্রতা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে। আগে মূলত গ্রামীণ এলাকা হামলার কেন্দ্রবিন্দু হতো।
কিন্তু এখন গিরিডির মূল এলাকা মাওবাদীদের নজরে। প্রশাসনও কিছুটা ব্যাকফুটে। ২২ জানুয়ারিতেও হয়েছে বিস্ফোরণ। ক্ষতিগ্রস্ত মোবাইল টাওয়ার। টাওয়ারের পর সেতু উড়িয়ে দেওয়া হয়েছে বলে অনুমান তদন্তকারীদের।