অনলাইন ডেস্ক, ২৩ জানুয়ারী।। শাড়িতেই নারী, আর নারীর কেশেতেই বেশ। আর বাঙালি মেয়েদের পরনে শাড়ি উঠলে চোখ যেন আর অন্য দিকে ঘুরতেই চায় না। তখন তাকে অপরূপা বললেও কম বলা হয়। মিমি চক্রবর্তীর পরনে শাড়ি দেখে এই কথার সত্যতার প্রমাণও পাওয়া যায়। টলিউড সুন্দরী মিমির সৌন্দর্যের চর্চা সর্বদাই নেটমাধ্যমের হট টপিক। তবে শাড়িতে তাঁর স্নিগ্ধ রূপ দেখে চোখ ফেরাতে পারছেন না জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরাও।
মায়ের শাড়িতে সেজেছেন মিমি। লাল পাড়, গাঢ় নীল শাড়ির উপরে সাদা কলকার কাজ। সঙ্গে নীল ব্লাউজ দিয়ে ছিমছাম সাজ মিমির। একটি ছবিতে আবার তাঁর চোখে মোটা ফ্রেমের চশমা। ক্যাপশনে মিমি লিখেছেন, ‘মায়ের কলেজের শাড়ি, সেই যখন জলপাইগুড়ি গিয়েছিলাম নিয়ে এসেছিলাম। নতুন পাড় বসালাম, ব্লাউজটা একটু চাপালাম। আর পরলাম। মা ছবিটা দেখে বলল, মনটা ভাল হয়ে গেল।’
কমেন্ট বক্সে উপচে পড়েছে প্রশংসার ঢেউ। মিমির ঘনিষ্ঠ বন্ধু টলিউড অভিনেত্রী পার্নো মিত্র লিখেছেন, ‘মিষ্টি’। অঙ্কুশ যথারীতি খুনসুটির সুরে লিখেছেন, ‘মনে পাথর রেখে বলছি, খুউব সুন্দর লাগছে।’ পালটা মিমি উত্তর দিয়েছেন, ‘এটা বলার পর মরে যাস না!’ বঙ্গ নারীকে দেখে মুগ্ধ নেটিজেনরাও। মেকআপ ছাড়া এত সাদামাটা সাজেও মিমিকে অপূর্ব দেখাচ্ছে, জানিয়েছেন অনুরাগীরা।
অনেকেই জানেন, মিমির আদি বাড়ি জলপাইগুড়িতে। সেখানেই থাকেন তাঁর মা ও পরিবারের বাকি সদস্যরা। শুধু কাজের সূত্রে কলকাতায় থাকেন মিমি। তবে কাজের মাঝে সুযোগ পেলেই নিজের শহরে ঘুরে আসেন তিনি। আর মিমি জলপাইগুড়ি যাওয়া মানেই সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিওর বন্যা। এমনিতে মিমি সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। মিমির শেয়ার করা ভিডিও আর ছবি দেখে নেটনাগরিকরাও একরকম পাহাড়ে বেড়াতে চলে যান।
বছরের শুরুতেই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন মিমি চক্রবর্তী। এ প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় মিমি লিখেছিলেন, ‘আমি করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু গত কয়েকদিনে আমি না বাড়ির বাইরে গিয়েছি আর না কোনো সভা সমাবেশ করেছি। করোনা আমাকে বেশ বাজে ভাবে আক্রমণ করেছে।
আমি চিকিৎসকদের পরামর্শ মতো চলছি এবং নিজেকে বাড়িতেই আইসোলেশনে রেখেছি। আমি সকলকে অনুরোধ করব সঠিক ভাবে বিধি নিষেধ মানতে এবং কোনো ঝুঁকি না নিয়ে সব সময় মাস্ক পরতে। সকলে সুস্থ থাকুন।’ তবে জানা গেছে এখন সুস্থ আছেন মিমি।