অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী।। ইয়েমেনের একটি কারাগারে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর হামলায় অন্তত ৭০ জন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত সাদা এলাকার ওই কারাগারে শুক্রবার হামলা চালানো হয়।
ওই হামলার তদন্তের আহ্বান জানিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, উত্তেজনার অবসান হওয়া দরকার।
বিমান হামলার কয়েক ঘণ্টা পরেও উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে মৃতদেহ বের করছিলেন। তবে যতই সময় যাচ্ছে, সেখানে জীবিত কাউকে খুঁজে পাওয়ার আশা কমে যাচ্ছে।
ওই হামলায় আসলে কতজন নিহত হয়েছে, তা এখনো পুরোপুরি পরিষ্কার নয়।
তবে সাহায্য সংস্থা মেডিসে সঁ ফ্রঁতিয়ে (এমএসএফ) জানিয়েছে, হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
হুতি পরিচালিত টেলিভিশনে দেখানো হয়েছে, মানুষজন হামলার স্থলে খালি হাতে ইটপাথর সরিয়ে আহত-নিহতদের খুঁজছে। সেই সঙ্গে হাসপাতালগুলো আহত মানুষজনে ভরে গেছে।
এমএসএফ জানিয়েছে, একটি হাসপাতালেই অন্তত ২০০ জন আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।
‘যেখানে বিমান হামলা হয়েছে, সেখানে এখনো অনেক মৃতদেহ রয়েছে, যাদের খোঁজ পাওয়া যায়নি’, বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন ইয়েমেনে এমএসএফের প্রধান আহমেদ মাহাত।
জাতিসংঘ মহাসচিবের পাশাপাশি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উত্তেজনা নিরসনের জন্য আহ্বান জানিয়েছেন।
ইয়েমেনের দক্ষিণে আরেকটি বিমান হামলায় ফুটবল খেলারত তিনটি শিশু নিহত হয়েছে।
সেভ দি চিলড্রেনস জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত বন্দর নগরী হুদায়দাহে একটি টেলিযোগাযোগ ভবনে বিমান হামলা চালানো হয়েছে ওই হতাহতের ঘটনা ঘটে।