অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী।। অস্ট্রেলিয়ান ওপেনে দাপটের সঙ্গে ছুটছেন সিমোনা হালেপ। ডাঙ্কা কোভিনিচকে উড়িয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন তিনি।
মন্টেনিগ্রোর কোভিনিচকে হারাতে মাত্র ৬৫ মিনিট লেগেছে হালেপের। তৃতীয় রাউন্ড ৬-২ ও ৬-১ গেমে জিতে নেন দুইবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা।
চলতি বছরে ৮ ম্যাচের প্রত্যেকটিতে জিতেছেন ১৪তম বাছাই এই রোমানিয়ান। আর মেলবোর্ন পার্কে এখন পর্যন্ত এক সেটও হারেননি হালেপ। পরের রাউন্ডে তিনি মুখোমুখি হবেন ফরাসি তারকা আলিজে কর্নেটের।
অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের এককে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন আরিয়ানা সাবালেঙ্কাও। তৃতীয় রাউন্ডে তিনি স্বস্তির জয় পেয়েছেন মার্কেটা ভন্ড্রোসোভার বিপক্ষে।
দ্বিতীয় বাছাই এই বেলারুশিয়ানকে প্রথমবারের মতো মেলবোর্ন পার্কের সেমিফাইনাল খেলতে হলে হারাতে হবে এস্তোনিয়ার কাইয়া কানেপিকে। তৃতীয় রাউন্ডে সাবালেঙ্কা ৪-৬, ৬-৩ ও ৬-১ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের ভন্ড্রোসোভাকে।
গত বছর অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেন সাবালেঙ্কা। তবে একই বছরের উইম্বলডন ও ইউএস ওপেনের শেষ চারে খেলেন তিনি।