স্টাফ রিপোর্টার, অমরপুর, ২২ জানুয়ারি।।দুষ্কৃতিকারীদের গুলিতে আক্রান্ত তিন ভাই। একজনের ঘটনাস্থলেই মৃত্যু। ২জন চিকিৎসাধীন। অমরপুর মহকুমার মন্দির ঘাট এলাকায় মাছ কেনার জন্য যাওয়ার পথে রামভদ্র এলাকায় দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হয় তিন ভাই। শনিবার ভোরে ঘটনাটি ঘটে নতুনবাজার থানাধীন রামভদ্র এলাকায়।
একই পরিবারের তিনজন মৎস্য ব্যবসায়ী মৎস্য ক্রয় করতে মন্দির ঘাটে যাচ্ছিলেন, রাস্তায় অতর্কিতে দশ বারোজনের এক দুষ্কৃতিকারী দল তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং নৃশংস ভাবে গুলিবিদ্ধ করা হয়, তাদের মধ্যে সিতেন দাসের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
অপর ২জন জিতেন দাস ও লিটন দাসকে নতুনবাজার হাসপাতালে নিয়ে গেলে, অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নতুন বাজার থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে দুজনকে আটক করে ।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার সকালে যতনবাড়ি বটগাছ সংলগ্ন এলাকায় পথ অবরোধের শামিল হয় যতনবাড়ি ব্যবসায়ী সহ সাধারন মানুষ। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ঘটনার সাথে জড়িত সমস্ত দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয় ব্যবসায়ীদের পক্ষ থেকে।
ঘটনাস্থলে ছুটে আসেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অমরপুর মহাকুমার মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশবাহিনী। পরে বিধায়ক রঞ্জিত দাসের আশ্বাসে অবরোধকারীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।