অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী।। বিচ্ছেদের জল্পনায় রশি টেনে মা হওয়ার খবর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার মধ্যরাতে নিজের ইনস্টাগ্রামে মা হওয়ার খুশির খবর ভাগ করে নিলেন অভিনেত্রী।
পোস্টে তিনি জানিয়েছেন, আমরা সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানানোর বিষয়টি নিশ্চিত করতে পেরে আনন্দিত। আমরা এই বিশেষ সময়ে কিছু গোপনীয়তা অবলম্বন করতে চাই।
কারণ আমরা এখন পরিবারের প্রতি আরও মনোনিবেশ করতে চাই। আপনাদের অনেক ধন্যবাদ।
গত বছর বিয়ের তিন বছর উদযাপন করেছেন তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।