অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী।। লিওনেল মেসি চলে যাওয়ায় বার্সেলোনার আক্রমণভাগের দায়িত্বটা সবচেয়ে বেশি সামলানোর কথা আনসু ফাতির। আর্জেন্টাইন ফরোয়ার্ডের উত্তরসূরি হিসেবে তার ’১০ নম্বর’ জার্সিটাও পেয়েছেন ১৯ বছর বয়সী ফরোয়ার্ড।
কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে চোট ঘুরছে তার পায়ে-পায়ে। এই মাঠে তো এই বেঞ্চে বসে কাটাতে হচ্ছে ফাতিকে। আরেকবার চোটে পড়েছেন স্প্যানিশ তারকা।
বৃহস্পতিবার কোপা দেল রে’র শেষ ষোলোয় অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে চোট পান ফাতি। রোমাঞ্চকর ম্যাচটিতে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে কাতালান জায়ান্টরা।
এর আগে ঊরুর চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন ফাতি। বিলবাওয়ের বিপক্ষে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। কিন্তু অতিরিক্ত সময় শুরুর দুই মিনিটের মধ্যে ঊরুতে চোট পাওয়ায় ফাতিকে মাঠ থেকে তুলে নেন কোচ জাভি। গত বছর নভেম্বরে একই ইনজুরিতে পড়েছিলেন এই টিনেজ ফরোয়ার্ড।
ফাতির চোট সম্পর্কে বার্সার পক্ষ থেকে জানানো হয়, চোটের মাত্রা নির্ণয়ে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। তবে বেশ কয়েকটি স্প্যানিশ গণমাধ্যমের দাবি, আগামী চার থেকে ছয় সপ্তাহ এই তারকাকে মাঠের বাইরে থাকতে হবে।