অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী।। মুম্বইয়ের বহুতলের বিধ্বংসী আগুনে প্রাণহানি ৭ জনের। জখম ২৮ জন। শনিবার সকালে এই বহুতলে আগুন লাগে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় নিকটবর্তী ভাটিয়া, নায়ার, কস্তুরবা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে সাতটা নাগাদ তারেদেও এলাকার নানা চকের কমলা বহুতলে আগুন লাগে। ঘটনাস্থলে উপস্থিত হয় ১৩টি দমকল। সাতটি জাম্বো ট্যাঙ্কার । আসে পাঁচটি অ্যাম্বুলেন্স। দমকলের কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই দুজনের মৃত্যু হয়। ভাটিয়া হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
পরে জখম অবস্থায় একজনের মৃত্যু হয়। অগ্নিদগ্ধ অবস্থায় দুজনকে কস্তুরবা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে হাসপাতালের তাদের মৃত্যু হয়। জানা গিয়েছে আহতদের মধ্যে ছয় জন বৃদ্ধ ছিলেন। ধোঁয়ায় দমবন্ধ হয়ে যাওয়ার কারণে এই ছয় বৃদ্ধকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়।
প্রাথমিক ভাবে জানা যায় ২০ তলা উঁচু বিল্ডিংয়ের ১৮ তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের মাত্রা ‘লেভেল ৪’ বলে ঘোষণা করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও কালো ধোঁয়াতে ছেয়ে রয়েছে এলাকা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরা। ছিলেন মেয়রও।কিভাবে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।