অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী।। ভিয়েতনামের বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু থিচ নাট হান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর ।
তিনি ছিলেন ভিয়েতনাম যুদ্ধ বিরোধী নেতৃস্থানীয় কণ্ঠস্বর এবং শান্তিবাদী বৌদ্ধ ভিক্ষু। শনিবার দেশটির কেন্দ্রীয় শহর হিউতে তু হিউ নামের এক মন্দিরে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
থিচ নাট হানের প্রতিষ্ঠিত ভিক্ষুদের সংগঠন ‘প্লাম ভিলেজ’ তাদের ওয়েবসাইটে এই ভিক্ষুর প্রয়াণের খবর জানায়। সংগঠনটি জানায়, থিচ নাট হান স্থানীয় সময় শনিবার সকালে ‘শান্তিতে’ পরপারে চলে গেছেন।
প্রভাবশালী ভিক্ষু থিচ নাট হানকে বলা হয় ‘মননশীলতার জনক’। শান্তি কর্মী ছাড়াও তিনি ছিলেন একজন বিশিষ্ট লেখক। ‘দ্য মিরাকল অব মাইন্ডফুলনেস’, পিস ইন এভ্রি স্টেপ’ ও ‘হাউ ট্যু লাভ’— তার বিখ্যাত বই।
যুদ্ধের বিরোধিতা করায় ১৯৬০ দশকে নিজ দেশ থেকে নির্বাসিত হন থিচ নাট হান। ভিয়েতনাম যুদ্ধের কঠিন সময়ে নাগরিক অধিকার নিয়ে জানাতে মার্টিন লুথার কিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
পরে থিচ নাট হানকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য প্রস্তাব রাখেন লুথার কিং। এই শান্তিবাদী বৌদ্ধ ভিক্ষুর মৃত্যুর খবর শোনার পর লুথার কিংয়ের কন্যা বের্নিস কিং থিচ নাট হানের সঙ্গে তোলা এক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।