অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী।। এক ম্যাচ হাতে রেখে ওয়ানডে সিরিজও নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা। এর আগে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজও জিতে নেয় স্বাগতিক প্রোটিয়ারা। এবার তারা তিন ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টিম ইন্ডিয়াকে ৭ উইকেটে হারিয়েছে দ. আফ্রিকা।
পার্লের বোলান্দ পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে ওপেনার-অধিনায়ক লোকেশ রাহুল ও উইকেটরক্ষক ঋষভ পন্তের ফিফটিতে ৬ উইকেটে ২৮৭ রান করে ভারত।
শেষদিকে শার্দুল ঠাকুরের ৪০ রানের ক্যামিও ও রবিচন্দ্রন অশ্বিনের ২৫ রানের সুবাদে লড়াকু পুঁজি পায় তারা। তার আগে রাহুলের ৭৯ বলে ৫৫ ও পন্তের ৭১ বলে ঝোড়ো ৮৫ রানে ভর করে বড় সংগ্রহের আভাস দেয় ভারত।
২৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই ১৩২ রান করে ম্যাচের লাগাম নিজেদের হাতে নিয়ে নেয় দ. আফ্রিকা। ব্যক্তিগত ৭৮ রানে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের বিদায়ের পর স্বস্তি ফিরে ভারত শিবিরে। এরপর অধিনায়ক টেম্বা বাভুমাকে (৩৫) নিয়ে দুইশ’ পেরোনো স্কোর এনে দেন আরেক ওপেনার জানেমান মালান।
কিন্তু নড়বড়ে নব্বইয়ে জসপ্রীত বুমরাহর বলে বোল্ড হন তিনি। ৯১ রানে ফেরেন জানেমান। স্কোরবোর্ডে আর ২ রান জমা পড়তেই দলীয় ২১৪ রানে বিদায় নেন বাভুমা।
তবে ভারতীয় বোলারদের এরপর আর কোনো সুযোগ দেননি এইডেন মার্করাম (৩৭) ও রসি ফন ডার ডুসেন (৩৭)। হাতে ১১ বল রেখে ৩ উইকেটে ২৮৮ রান করে দ. আফ্রিকা।