অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী।। ১৭ কোটি টাকায় আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজিতে লক্ষ্ণৌতে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। সেই সঙ্গে এই লিগ ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড় হলেন তিনি।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে সমান অঙ্কের পারিশ্রমিক পান ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলিও। ২০০৮ সাল থেকে আরসিবিতে আছেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।
২০১৮ সালের নিলামেও তাকে ধরে রাখে ফ্র্যাঞ্চাইজিটি। সঙ্গে বেতন বাড়িয়ে করে ১৭ কোটি টাকা। যা এতদিন পর্যন্ত ছিল লিগের সর্বোচ্চ।
আইপিএলের আসন্ন আসরে লক্ষ্ণৌকে নেতৃত্ব দেবেন রাহুল। এই দলে ৯.২ কোটি টাকা যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। লেগস্পিনার রবি বিষ্ণোইকে নিতে দলটির খরচ হয়েছে ৪ কোটি টাকা। ২০২২ আইপিএল নিলামে ৫৯.৮৯ কোটি টাকা খরচ করবে লক্ষ্ণৌ।
২০১৮ থেকে ২০২১ পর্যন্ত পাঞ্জাব কিংসে ছিলেন রাহুল। সেখানে তিনি প্রতি মৌসুমে পেতেন ১১ কোটি টাকা। এবার লক্ষ্ণৌতে যোগ দিলেন আরও ৬ কোটি বেশি টাকায়।