অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী।। এবারের আইপিএলের মেগা নিলামে আছে মোট ১২১৪ জন ক্রিকেটারের নাম। তবে নিবন্ধিত ক্রিকেটারদের এই তালিকায় নেই আন্তর্জাতিক ক্রিকেটের অনেক বড় বড় তারকারা।
তাদের দু’জন ক্রিস গেইল ও মিচেল স্টার্ক। আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস, জোফরা আর্চার, স্যাম কারান, ক্রিস ওকস ও জো রুটও।
২০২২ আইপিএল খেলতে আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত নিলামে নাম দেননি অস্ট্রেলিয়ান পেসার স্টার্ক। অন্যদিকে কী কারণে ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইলের নাম নেই তা জানা যায়নি।
৮ থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি দলে উন্নীত হওয়া ২০২২ আইপিএলের নিলামে গতবারের মতো এবারও খেলোয়াড়দের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি। সবচেয়ে দামি ৪৯ জনের এই তালিকায় আছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
এবারের মেগা নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি, বেঙ্গালুরুতে।