অনলাইন ডেস্ক, ২২ জানুয়ারী।। সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে জনমানসে ভারতের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে দুষ্কৃতীরা। এবার সে সমস্ত সামাজিক মাধ্যমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিলো ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ফের ডিজিটাল স্ট্রাইক মোদি সরকারের।
এবার একসঙ্গে ৩৫ টি ইউটিউব চ্যানেল এবং দেশবিরোধী কনটেন্ট সম্বলিত দুটি ওয়েবসাইট ব্যান করে দিলো ভারত। এর আগে ২০২১ সালেও কেন্দ্র সরকারের তত্ত্বাবধানে ভারতবিরোধী তথ্য প্রচার করার অভিযোগের ভিত্তিতে কুড়িটি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল।
শুক্রবার একটু সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের তরফ থেকে সচিব অপূর্ব চন্দ্র সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। দেশবিরোধী সামগ্রী যুক্ত ইউটিউব চ্যানেল, ওয়েবসাইটে এবং ফেসবুক পেজে প্রচুর ফলোয়ার ছিল।
এখানে প্রচুর মানুষের ভিউ ছিল। প্রায় ১৩০ কোটি ভিউ ছিল এমন ভিডিওগুলিতে। এই সমস্ত অ্যাকাউন্ট পাকিস্তানের বলে জানিয়েছে তথ্য সম্প্রচারমন্ত্রক। অপূর্ব চন্দ্র বলেন ফেক নিউজ প্রচার করে ভারতের বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করছে পাকিস্তান।
অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার দেশ বিরোধী কনটেন্ট যুক্ত এই ৩৪ টি ইউটিউব চ্যানেল, দুটি টুইটার একাউন্ট, একটি ফেসবুক একাউন্ট এবং দুটি ওয়েবসাইটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরা ভারত বিরোধী প্রচার চালাচ্ছে বলে অভিযোগ।
সোশ্যাল মিডিয়া একাউন্ট এবং ওয়েবসাইটে ভুয়ো খবর মানুষকে বিভ্রান্ত করে তুলতে পারে। এই সমস্ত সাইট এবং সোশ্যাল মিডিয়া একাউন্ট জাল ভিডিও এবং জাল খবর প্রচার করছে বলে জানিয়েছে ভারতীয় তথ্য সম্প্রচারমন্ত্রক।
ভারতীয় সেনাবাহিনী এবং সিডিএস জেনারেল বিপিন রাওয়াত সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে অনবরত বিষোদগার করছে তারা। গোয়েন্দা সংস্থার তরফ থেকে এই বিষয়ে তথ্য পাওয়া গিয়েছে। তারপরে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সমস্ত নিষিদ্ধ চ্যানেলগুলিতে ১২ মিলিয়ন সাবস্ক্রাইবার এবং ১৩০ কোটির বেশি ভিউ ছিল বলে জানা যাচ্ছে।