অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি।। উইল করার আগে যদি পিতার মৃত্যু হয় তাহলে তাঁর অর্জিত সম্পত্তিতে সমানাধিকার থাকবে মেয়ের।আজ শুক্রবার এই ঐতিহাসিক রায় দিল দেশের শীর্ষ আদালত।
বিচারপতি এস আবদুল নাজির এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ আজ জানিয়েছে ”উইল বা ইচ্ছাপত্র তৈরি করার আগে কোনও হিন্দু পুরুষের মৃত্যু হলে তাঁর সম্পত্তি (অর্জিত এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত) সব উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হবে। কিন্তু, মৃত হিন্দু ব্যক্তির মেয়ে তাঁর অন্যান্য তুলনায় সম্পত্তির উত্তরাধিকারে অগ্রাধিকার পাবেন।”
শীর্ষ আদালতের এই রায়ের ফলে যাদের শুধুমাত্র কন্যাসন্তান রয়েছে তাদের ক্ষেত্রে দূর হল জটিলতা। মাদ্রাজ হাইকোর্টের এই সংক্রান্ত একটি রায় বৃহস্পতিবার খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল মৃত ব্যক্তি যেহেতু নিজেই সম্পত্তি কিনেছিলেন তাই যৌথ পরিবারে বসবাস করলেও তাঁর সম্পত্তির উত্তরাধিকার শুধু বর্তাবে মেয়েদের ওপর।
শীর্ষ আদালত আরো বলেছে হিন্দু বিধবা এবং কন্যাদের উত্তরাধিকার পূর্বতন হিন্দু রীতির পাশাপাশি অনেক আইনেই সুরক্ষিত আছে। তাকেই কার্যত আরও বেশি সুরক্ষিত করল সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ।