অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি|| আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলজেরিয়া। শেষ ষোলোতে যেতে হলে জয় দরকার ছিল রিয়াদ মাহরেজদের।
কিন্তু ক্যামেরুনের দোয়ালায় আইভরি কোস্টের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে আলজেরিয়া। প্রথমার্ধেই দুই গোলে পিছিয়ে পড়ে তারা।
আইভরি কোস্টের হয়ে ফ্রাঙ্ক কেসির পর হেডে দ্বিতীয় গোল করেন ইব্রাহিম সানগারে।
বিরতির পর ব্যবধানটা ৩-০ করেন আর্সেনাল তারকা নিকোলাস পেপে। অন্যদিকে গোলের সুযোগ হাতছাড়া করেন আলজেরিয়ার অধিনায়ক মাহরেজ। ম্যানচেস্টার সিটি তারকার পেনাল্টি শট গিয়ে লাগে গোলপোস্টে।
ম্যাচের শেষদিকে গোলের দেখা পায় আলজেরিয়া। ৭৩তম মিনিটে একটি গোল শোধ দেন সোফিয়ান বেনদেবকা। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি দুইবারের আফ্রিকা কাপ চ্যাম্পিয়নরা।
তবে আইভরি কোস্টের বিপক্ষে জিতলেই চলতো না আলজেরিয়ার। গ্রুপের আরেক দল ইকোয়াটোরিয়াল গিনিকে হারতে হতো সিয়েরা লিওনের কাছে।
কিন্তু ম্যাচটি ১-০ গোলে জিতেছে মধ্য আফ্রিকার দেশটি। সেই সঙ্গে ‘ই’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল ইকোয়াটোরিয়াল গিনি।
৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠেছে আইভরি কোস্ট। আলজেরিয়ার বিপক্ষে হারলে কঠিন সমীকরণের সামনে পড়তে হতো তাদের। ২ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া সিয়েরা লিওন বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকে। এক পয়েন্ট নিয়ে আলজেরিয়া এবারের আফ্রিকা কাপ শেষ করল গ্রুপে সবার শেষে থেকে।’