অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি|| ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্র্যাঞ্চাইজি জ্যামাইকা তালাওয়াসের প্রধান কোচ হলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ণ চন্দরপল। ফ্লয়েড রেইফারের স্থলাভিষিক্ত হলেন এই কিংবদন্তি ক্রিকেটার।
২০২২ সংস্করণকে সামনে রেখে চন্দরপল ছাড়াও কোচিং দলে উইন্ডিজের সাবেক বোলার কার্টলি আমব্রোসকে নিয়োগ দিয়েছে জ্যামাইকা। বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন এই কিংবদন্তি পেসার।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন চন্দরপল। ক্যারিবিয়ানদের হয়ে তিনি ১৬৪ টেস্ট, ২৬৪ ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি খেলেছেন। তার আন্তর্জাতিক রান ২০ হাজারের ওপরে। অন্যদিকে আমব্রোস খেলেছেন ৯৮ টেস্ট ও ১৭৬ ওয়ানডে।
জ্যামাইকায় চন্দরপলের সহকারী হিসেবে থাকবেন আন্দ্রে কোলে। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিনি ২০১০ ও ২০১৩ সালে কাজ করেছেন।