অনলাইন ডেস্ক, ২১ জানুয়ারি|| বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ কড়া হুঁশিয়ারি দিয়ে উসমানে দেম্বেলেকে জানিয়েছিলেন, ক্লাবের সঙ্গে হয় নতুন চুক্তি করো, নয়তো ক্লাব ছাড়ো। এর একদিন পর বৃহস্পতিবার বার্সা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয় ফরাসি ফরোয়ার্ডকে বিক্রি করে দেওয়ার।
ক্যাম্প ন্যুয়ে কঠিন পরিস্থিতিতে বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক তারকা পরিষ্কার করলেন নিজের অবস্থান। জানালেন, কোনো ধরনের ব্ল্যাকমেইলে হার মেনে নেওয়ার পাত্র নন তিনি।
বার্সার সঙ্গে দেম্বেলের চুক্তি শেষ হবে আগামী নে। জু এরপর ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাবেন তিনি। তবে বার্সা চায়, ২৪ বছর বয়সী তারকাকে রেখে দিতে। তার জন্য পাঁচ মাস আগে জাভি চুক্তি নবায়ন করতে বলেছেন দেম্বেলেকে।
চুক্তি নবায়ন নিয়ে ফরাসি তারকাকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে জাভি বলেন, ‘সে থাকতে চায়। কিন্তু এখনো রাজি হয়নি। ক্লাব হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে, সে চুক্তি নবায়ন করবে নাকি চলে যাবে। ’
ক্যাম্প ন্যুর কোচ আরও বলেন, ‘হয় সে (দেম্বেলে) চুক্তি নবায়ন করুক, নয়তো ক্লাব ছেড়ে চলে যেতে হবে। ’ অন্যথা মেয়াদ শেষ হওয়ার আগ পর্যন্ত দেম্বেলেকে আর খেলাবে না বলেও হুমকি দেয় বার্সা।
জাভির সঙ্গে গলা মিলিয়ে বার্সার ক্রীড়া পরিচালক মাতেও আলেমানিও এক সাক্ষাৎকারে বলেন, দেম্বেলে তাদের ‘পরিকল্পনায় প্রতিশ্রুতিবদ্ধ নয়’। তাই তাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বার্সার এমন সিদ্ধান্তে দেম্বেলে ক্ষোভ উগরে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘চার বছর ধরে আমার সম্পর্কে গুজব তৈরি করা হয়েছে, আমার ক্ষতি করার উদ্দেশ্যে আমার সম্পর্কে লজ্জাজনক মিথ্যাচার করা হয়েছে। আমি কখনো এর জবাব দিইনি, কিন্তু আজ এর শেষ। ’
পোস্টে দেম্বেলে আরও লেখেন, ‘আমি কোনো ধরনের ব্ল্যাকমেইলে হার না মেনে উত্তর দিচ্ছি, এমন কাউকে আমি বরদাশত করব না, যে মনে করে আমি ক্রীড়া প্রকল্পে প্রতিশ্রুতিবদ্ধ নই। আমি এখনো চুক্তির অধীনে আছি, আমি পুরোপুরি সম্পৃক্ত, কারও ব্ল্যাকমেইলে মাথা নত করার লোক নই আমি। ’